• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০-তে ১২টি চার মারলেই ইতিহাস রচনা করবেন ধাওয়ান

  • |

সানরইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট হাতে জ্বলে উঠছিলেন শিখর ধাওয়ান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনালেও গব্বরের কাছ থেকে বড় ইনিংস আশা করছে দিল্লি ক্যাপিটালস। কী হবে সে তো সময় বলবে। একই সঙ্গে আজই টুর্নামেন্টে বাউন্ডার হাঁকানোর নিরিখে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন বাঁ-হাতি ব্যাটসম্যান।

৬০০ চারের অদূরে ধাওয়ান

৬০০ চারের অদূরে ধাওয়ান

আইপিএলে এখনও পর্যন্ত ৫৮৮টি বাউন্ডারি এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। অর্থাৎ আর ১২টি চার মারলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০-এর ক্লাবে প্রবেশ করবেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের মেগা ফাইনালে সেই নজির ছুঁতে পারবেন কি ধাওয়ান?

দ্বিতীয় স্থানে ওয়ার্নার

দ্বিতীয় স্থানে ওয়ার্নার

আইপিএলে সর্বাধিক চার হাঁকানো ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইপিএলে এখনও পর্যন্ত ৫১০টি চার এসেছে অজি ক্রিকেটারের ব্যাট থেকে। ১৯৫টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার।

তৃতীয় স্থানে বিরাট

তৃতীয় স্থানে বিরাট

আইপিএলে সর্বাধিক চার হাঁকানো ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আরসিবি তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে এখনও পর্যন্ত ৫০৩টি চার মেরেছেন বিরাট। ২০১টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

ধাওয়ানের ওভার বাউন্ডারির সংখ্যা

ধাওয়ানের ওভার বাউন্ডারির সংখ্যা

আইপিএলে সর্বাধিক বাউন্ডারি হাঁকানো শিখর ধাওয়ান ওভার বাউন্ডারি মারার ক্ষেত্রে অলসতা দেখিয়েছেন। এখনও পর্যন্ত মাত্র ১০৮টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে সর্বাধিক ৩৪৯টি ওভার বাউন্ডারি এসেছে ক্রিস গেইলের ব্যাট থেকে।

আইপিএল ২০২০-এর ফাইনালে রাহুলকে টপকে যাওয়ার হাতছানি ধাওয়ানের সামনে

English summary
Shikhar Dhawan is waiting to hit 600 fours as the first batsman in IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X