বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু , প্রাথমিক ট্রেন্ড একনজরে
করোনার আবহে ভারতের প্রথম নির্বাচন প্রক্রিয়ার শেষ পর্যায় আজ। বিহার বিধানসভা নির্বাতনের ফলাফল গণনা এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে। একদিকে তেজস্বী যাদব, অন্যদিকে নীতীশ কুমার , আবার এঁদের মাঝের দবন্দ্বে রয়ে গিয়েছেন চিরাগ পাসওয়ান। এই তিন দাপুটে নেতার ভোট ভাগ্য এদিন ঠিক করে দেবে যে গোবলয়ের এই গুরুত্বপূর্ণ আসনে কে বসবেন।

এক্সিট পোলের হিসাব ঐআগেই জানান দিয়েছে যে লালু প্রসাদের বাড়িতে সম্ভবত এবার আগাম ছট পুজোর আনন্দ উঠে আসবে। কারণ বিহারের বুত ফেরৎ সমীক্ষার দাবি , রাজ্যের মসনদের অধিকার যেতে পারে মহাজোটের নেতা তথা লালুপুত্র তেজস্বীর হাতে। অন্যদিকে, এক্সিট পোল মানতে নারাজ এনডিএ শিবিরষ তাঁরা ভোটের ফলাফলের দিকে তাকিয়ে। তবে বিবারে এনডিএ তথা বিজেপির অফিসে সকাল থেকেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে না।
এদিকে, এদিন সকালের প্রথম ট্রেন্ডে দেখা যাচ্ছে বিহারে সকাল ৮ টা নাগাদ আরজেডি ১টিতে , এনডিএ ২টিতে এগিয়ে। এনডিএর পক্ষ থেকে বিজেপি এগিয়ে ২ টি আসনে। প্রসঙ্গত, ৩৮ জেলার ৫৫ টি কেন্দ্রে এই মুহূর্তে তৎপরতার সঙ্গে চলছে গণনা। মনে করা হচ্ছে সকাল ১০ টার মধ্যে ট্রেন্ড স্পষ্ট হবে। এদিকে, সকাল সাড়ে ৮ টায় দেখা যাচ্ছে, বিজেপি ১৭ টি, জেডিইউ ১০ টি, আরজেডি ২০ টি, কংগ্রেস ৫টি, এলজেপি ১ টিতে এগিয়ে।