• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০ ফাইনাল: দিল্লির প্রাক্তন পেসারকে দিয়েই শ্রেয়সদের ঘায়েল করল মুম্বই, ঝটকা দিলেন বোল্ট

  • |

আইপিএল ২০২০-র ফাইনালে প্রাক্তন ঘরের ছেলের কাছেই জোর ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ফাইনাল খেলছে দিল্লি। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের এটি ষষ্ঠ ফাইনাল। তাই ফাইনালে অভিজ্ঞতায় এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের শুরু থেকেই দিল্লিকে চাপে রাখতে সমর্থ মুম্বই। এদিন ইনিংসের শুরুতে প্রথম বলেই ট্রেন্ট বোল্ট মার্কাস স্টোইনিসকে ০ রানে সাজঘরে ফেরান।

আইপিএল ২০২০ ফাইনাল: প্রাক্তন অস্ত্রেই দিল্লিকে ঘায়েল করল মুম্বই, ঝটকা দিলেন বোল্ট

এই স্টোইনিসই দুদিন আগে সানরাইজার্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ওপেন করতে নেমে ৩৮ রানে ঝোড়ো ইনিংস খেলেন। বিধ্বংসী সেই স্টোইনিসকেই এদিন প্রথম বলে তুলে নিয়ে দিল্লিকে জোর ঝটকা দেন বোল্ট।

আইপিএল ফাইনালের ইতিহাসে প্রথম বলে উইকেট শিকার করে রেকর্ডবুকে নামও তুলেছেন বোল্ট। এর আগে ২০০৯ আইপিএল ফাইনালে আরসিবির অনিল কুম্বলে ডেকান চার্জার্সের অ্যাডাম গিলক্রিস্টকে মহারণের তৃতীয় বলে বোল্ড করেছিলেন। আইপিএলের ফাইনালে তৃতীয় বলে উইকেট পতনের সেই কীর্তিকে পিছনে ফেলে আজ প্রথম বলে উইকেট শিকার করে নতুন নজির বোল্টের।

এরই সঙ্গে নিজের বোলিং স্পেলের দ্বিতীয় ওভার করতে এসে এদিন অজিঙ্ক রাহানকে ডি'ককের হাতে বন্দি করিয়ে দিল্লিকে দ্বিতীয় ঝটকা দেন বোল্ট। রাহানে ২ রানে আউট হয়ে ফেরেন। এভাবেই ফাইনালে দিল্লির প্রাক্তন পেসারকে দিয়েই দিল্লিকে ঘায়েল করল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলের নিলামের আগে ট্রেড উইন্ডোতে দিল্লি থেকে বোল্টকে দলে নিয়েছিল মুম্বই।

ফাইনালে পাওয়ার প্লেতে ৩ ওভার হাত ঘুরিয়ে ২টি উইকেট নেওয়ার পর, ডেথ ওভারে বল করতে এসে বোল্ট সিমরন হেটমায়েরকে আউট করেন। ম্যাচে ৩০ রান খরচ করে কিউয়ি পেসার ৩টি উইকেট পেয়েছেন।

আইপিএল ২০২০ ফাইনালের প্রথম বলেই কোন ইতিহাস তৈরি হল জেনে নিন

English summary
Ipl 2020: Mumbai Pacer trent boult take marcus stoinis and ajinkya rahane in powerplay, hit DC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X