বিহারে ২০৩ আসনের ফলাফলের ট্রেন্ড প্রকাশ্যে, রঘোপুরে তেজস্বী এগিয়ে মাত্র কয়েকশো ভোটে
বিহার বিধানসভা নির্বাচনে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। একের পর এক হেভিওয়েট নেতার এগিয়ে কিম্বা পিছিয়ে থাকার খবর আসতে শুরু করে দিয়েছে। কার্যত সকাল ১০ টার মধ্যে ট্রেন্ড স্পষ্ট হতে থাকছে। ওগিকে, দেখা য়াচ্ছে একাধিক হেভিওয়েট নেতার পতন এই ভোটে পাশা উল্টে দিতে পারে. একনজরে দেখে নেওয়া যাক ম্যান অফ দ্য মোমেন্ট তেজস্বীর পরিস্থিতি।

তেজস্বী যাদবের ভোট অঙ্ক
তেজস্বী যাদবকে ঘিরে রঘোপুর আসনে নজর টিকে রয়েছে। তাঁকে বিহারের ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে বিহারের এক্সিট পোলগুলি তুলে ধরেছিল। তবে দেখা যাচ্ছে রঘোপুর আসনে তেজস্বী এগিয়ে মাত্র ৭০০ ভোটে। তাঁর ঝুলিতে সকাল সাড়ে নটা পর্যন্ত এসেছে ২৫১২ টি ভোট।

লালুপুত্র তেজের পরিস্থিতি কী?
লালুপুত্র তেজ প্রতাপ দাঁড়িয়েছেন হাসানপুর থেকে। সমস্তিপুরেরএই এলাকা থেকে তিনি এগিয়ে রয়েছেন। তবে সেভাবে উল্লেখযোগ্য কোনও পরিস্থিতি তৈরি হয়নি এখনও।

বিজেপি কোথায় কোথায় পোক্ত?
জেল, মুজাফ্ফরপুর, আঙরি, পাটনা সিটির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে বিজেপি জোরালো লড়াই দিচ্ছে। এখনও পর্যন্ত বিজেপির দখলে ৫৫ টি আসন। আরজেডি সেখানে ৬৩ টিতে এগিয়ে।

আরজেডি কোথায় দখল নিল?
চেরিয়া, অত্রি, বরিয়ারপুর থেকে এগিয়ে আরজেডি। প্রসঙ্গত, বিহারের মূল আরজেডি বিরোধী শক্তি নীতীশের জেডিইউকে পরাস্ত করে এগিয়ে রয়েছে আরজেডি। জেডিইউর সঙ্গে তাদের প্রায় ২০ আসনের পার্থক্য। এই ২০ টি আসনে এগিয়ে আরজেডি।