• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোন কোন সমীকরণে আইপিএল ২০২০-এর ফাইনালে দিল্লির হাতে মুম্বই বধ নিশ্চিত

  • |

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিন বার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রতিবারই হার হজম করতে হয়েছে শ্রেয়স আইয়ার শিবিরকে। তিন বারই মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লির হারের পিছনে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। যেগুলির প্রেক্ষাপট একই। সেই ভুলগুলি শুধরে নিলে আজকের ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স বধ যে কার্যত নিশ্চিত, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বুমরাহ-বোল্টের জুটি

বুমরাহ-বোল্টের জুটি

চলতি আইপিএলে তিন বার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রতি বারই হারে মুখ পোড়াতে হয়েছে শ্রেয়স আইয়ার শিবিরকে। তার অন্যতম কারণ হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে শিখর ধাওয়ানদের বেসামাল অবস্থাকে দায়ী করা যায়। দিল্লির বিরুদ্ধে তিন ম্যাচে মোট ১৩ উইকেট নিয়েছেন মুম্বইয়ের দুই ফাস্ট বোলার। তাঁর মধ্যে বুমরাহ নিয়েছেন সাতটি উইকেট। বোল্টের উইকেট সংখ্যা ৬।

বিপদ থেকে বেরোবার উপায়

বিপদ থেকে বেরোবার উপায়

আইপিএল ২০২০-এর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হলে জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের আট ওভার দেখে খেলতে হবে দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানদের। এই আট ওভার উইকেটশূন্য থাকলে তো কেল্লাফতে।

ব্যর্থ রাবাডা ও নর্কিয়া

ব্যর্থ রাবাডা ও নর্কিয়া

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর তিন ম্যাচ সেভাবে জ্বলে উঠতে পারেননি দিল্লি ক্যাপিটালসের পেস ব্যাটারি। রোহিত শর্মাদের বিরুদ্ধে কাগিসো রাবাডা ও আনরিখ নর্কিয়ার সম্মিলিত উইকেট সংখ্যা মাত্র ৪। যা শ্রেয়স আইয়ারদের কাছে বড় চিন্তার কারণ।

সফল হতেই হবে পেস ব্যাটারিকে

সফল হতেই হবে পেস ব্যাটারিকে

আইপিএল ২০২০-এর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে তাদের শুরুর দিকের ব্যাটসম্যানদের দ্রুত সাজঘরে ফেরাতেই হবে। এই কাজ দিল্লি ক্যাপিটালসের পেস ব্যাটারি কাগিসো রাবাডা ও আনরিখ নর্কিয়া ছাড়া আর কে-ই বা করতে পারেন।

আইপিএল ২০২০-এর ফাইনালে শ্রেয়সদের পথের কাঁটা হতে পারেন দিল্লিরই প্রাক্তন ২ বিদেশি ক্রিকেটার

English summary
Delhi Capitals may beat Mumbai Indians in IPL 2020 final if these equations successful
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X