পাটলিপুত্র জয় এনডিএ জোটের, ভোটের অঙ্কে আরজেডির কাছে ধাক্কা খেল বিজেপি
অবশেষে বিহার জয় এনডিএ জোটের। ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোটের দখলে ১২২টি আসন। কিন্তু জয় সুখের হল না। একক বৃহত্তম দলের দৌড়ে আরজেডির কাছে ধাক্কা খেয়েছে বিজেপি। চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে রাত ১টা নাগাদ সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সেখানেই ফলাফল চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

মধ্যরাত পর্যন্ত গণনা
কোভিড পরিস্থিতিতে ভোট। তার পরে কোভিড পরিস্থিতির মধ্যে ভোট গণনা। সকাল থেকেই অত্যন্ত ধীর গতিতে চলছে গণনা। করোনা কারণে বেশি বুথ হয়েছিল বিহারে। সেকারণেই ভোট গণনায় এতোটা দেরি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মহাজোট অবশ্য অন্য অভিযোগ করেছে। কংগ্রেস এবং আরজেডির অভিযোগ নীতীশ কুমার ও সুশীল মোদী ভোট গণনায় কারচুরি করেছেন সেকারণেই এতো দেরি হচ্ছে ফলাফল বের হতে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে প্রার্থীেদর জয়ের সার্টিফিকেট দিতেও দেরি করা হচ্ছে।

এগিয়ে এনডিএ জোট
২৪৩টি আসনে মধ্যে ১৬৫টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। তাতে সার্বিক ভাবে এনডিএ জোট এগিয়ে রয়েছে। ৮৩টি আসনে জয়ী হয়েছে এনডিএ জোট। অন্যদিকে মহাজোট জয়ী হয়েছে ৭৬টি আসনে এখনও ৩৭টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। এনডিএ জোটও ৩৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এআইএমআইএম জয়ী হয়েছে ৪টি আসনে। এগিয়ে রয়েছে ১টি আসনে। বিএসপি প্রার্থী জয়ী হয়েছে একটি আসনে। নির্দল জিতেছে একটি আসনে।

একক বৃহত্তম দলের দৌড়ে এগিয়ে আরজেডি
সার্বিক ভাবে এগিয়ে এনডিএ। কিন্তু একক বৃহত্তম দলের দৌড়ে পিছিয়ে পড়েছে বিজেপি। দুপুর পর্যন্ত একক বৃহত্তম দল হিসেবে এগিয়ে গিয়েছিল বিজেপি। কিন্তু বেলা গড়াতেই আসন সংখ্যা কমতে শুরু করে। শেষ পাওয়া ফলাফল পর্যন্ত বিেজপি ৪৭টি আসনে জয়ী হয়েছে। আরজেডি জয়ী হয়েছে ৫২টি আসনে। অন্যদিকে জেডিইউ-র অবস্থা একেবারেই খারাপ। মাত্র ২৯টি আসনে জয়ী হয়েছে জেডিইউ। কংগ্রেস ১২টি আসন দখলে রেখে। বামেরা অপেক্ষাকৃত ভাল ফল করেছে। ১২ আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে।

শোচনীয় পরাজয় এনজেপির
১১৭টি আসনে প্রার্থী দিয়েছিল রাম বিলাস পাসোয়ানের দল এলজেপি। এনডিএ জোট থেকে বেরিয়ে এসে একাই ভোটের ময়দানে লড়েছিলেন চিরাগ পাসোয়ান। কেবল মাত্র তিনি জয়ী হয়েছেন তাঁর কেন্দ্রে। দলের অন্য প্রার্থীরা হেরেছেন। যদিও রাজনৈতিক মহলের দাবি নীতীশের ভোট কাটতে কাজ করেছে এলজেপি। তবে নীতীশ ক্যারিশ্মা যে কাজ করেনি বিহারে তা স্পষ্ট হয়ে গিয়েছে। নীতীশকে ছাপিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।