• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কর্নাটক উপনির্বাচনে গেরুয়া ঝড়, ফুল মার্কস পেয়ে পাশ করার পথে ইয়েদুরাপ্পা

১১ রাজ্যের ৫৬টি আসনের মধ্যে এদিন বিজেপি শাসিত কর্নাটকের দুটি আসনে উপনির্বাচনের ফলল প্রকাশ হবে এদিন। চলছে গণনা। এই রাজ্যে এই দুই আসনের উপর রাজনৈতিক পালাবদলের কোনও বিষয় নির্ভর করে না থাকলেও বিএস ইয়েদুরাপ্পার বিজেপি সরকারের জন্যে এই উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই রাজ্যের দুটি আশনেই প্রাথমিক ভাবে এগিয়ে গিয়েছে বিজেপি। মূলত দলীয় কোন্দলকে দূরে রেখে এই দুটি আসনই নিজেদের ঝুলিতে নিতে বদ্ধপরিকর গেরুয়া শিবির।

২০১৯ সালে উপনির্বাচনে ১৫টির মধ্যে ১২টি জিতেছিল বিজেপি

২০১৯ সালে উপনির্বাচনে ১৫টির মধ্যে ১২টি জিতেছিল বিজেপি

এর আগে গত বছর অনুষ্ঠিত হওয়া কর্নাটক বিধানসভার উপনির্বাচনে ১৫টি আসনের মধ্যে ১২টি জিতেছিল বিজেপি৷ কংগ্রেস পায় ২টি আসন৷ একটি আসনে জিতেছিলেলেন নির্দল প্রার্থী৷ আর এরই সঙ্গে ২২৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় ইয়েদুরাপ্পা সরকার।

কংগ্রেস ও জেডিএস-এর ভাঙন

কংগ্রেস ও জেডিএস-এর ভাঙন

২০১৯ সালে কংগ্রেস ও জেডিএস-এর ভাঙনের পর সরকার গঠন করে ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপি৷ উপনির্বাচনে আরও মুখ থুবড়ে পড়ে কংগ্রেস৷ ১৫টি আসনের মধ্যে তাদের ঝুলিতে যায় মাত্র ২টি আসন৷ জেডিএস-এর ঝুলিতে একটি আসনও জোটেনি সেই উপনির্বাচনে৷ ১৫ আসনের এই উপনির্বাচনে জয়ের পর ইয়েদুরাপ্পা সরকার আরও মজবুত হয়৷ তবে দলীয় কোন্দলের জেরে এবার ফের চিড় ধরছে সরকারে।

ক্ষমতা আরও সুদৃঢ় বিজেপির

ক্ষমতা আরও সুদৃঢ় বিজেপির

২২৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১১৩টি আসন৷ উপনির্বাচনের আগে বিজেপি-র ঝুলিতে ছিল ১০৫টি আসন৷ উপনির্বাচনে ১২টি আসন যোগ করলে বিজেপি-র দখলে বর্তমানে মোট ১১৭টি আসন। পাশাপাশি ১ নির্দল প্রার্থীর সমর্থনও রয়েছে বিজেপি-র পক্ষে ৷ সব মিলিয়ে কর্নাটক বিধানসভায় মোট ১১৮টি আসন বিজেপি-র পকেটে। কংগ্রেসের ঝুলিতে আছে ৬৬টি ও জেডিএস-এর ঝুলিতে ৩৪টি আসন।

গুজরাতে অব্যাহত মোদী ঝড়, গান্ধী-রাজ্য থেকে কংগ্রেসকে নিশ্চিহ্ন করার পথে বিজেপি

English summary
Karnataka by poll 2020, BJP leads in two seats in the state consolidating Government power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X