উত্তর প্রদেশে কুলদীপ সেনগারের কেন্দ্রে উপনির্বাচনে কোন পার্টির হাওয়া জোরালো! একনজরে ভোট চিত্র
উত্তরপ্রদেশে উন্নাও এলাকায় এক ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হন বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সেনগার। ঘটনার পর থেকে বাঙ্গারমাউতে বিধায়ক পদ খালি ছিল। এদিন এই এলাকা সহ ভোট গণনা হল উত্তরপ্রদেশের উপনির্বাচনের একাধিক কেন্দ্রের।

বাঙ্গারমাউতে কোন হাওয়া
কুলদীপ সেনগারের দোষী সাব্যস্ত হওয়ার পর বাঙ্গারমাউতে উপনির্বাচনে বিজেপির তরফে লড়ছেন শ্রীকান্ড কাটিয়ার। তাঁর বিরুদ্ধে রয়েছেন সমাজবাদী পার্টির সুরেশ কুমার পাল। আৎ দিনের শেষে বিজেপির হাওয়া এখনে জোরদার। সেনগারের দখলে থাকা এই এলাকা, সেনগারের নৃশংস ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দী হওয়ার পরও বিজেপি দখলে রেখেছে।

'রেপ ক্যাপিটাল' ট্যাগ সরাতে বদ্ধপরিকর যোগী
এদিকে উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনা যোগী সরকারকে কোণঠাসা করেছে। ২০২২ সালে আসন্ন রাজ্যের বিধানসভা ভোটে যোগী সরকারের উত্তরপ্রদেশের ওপর থেকে 'রেপ ক্যাপিটাল' ট্যাগ সরাতে বদ্ধপরিকর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর এদিন কুলদীপ সেনগারের কেন্দ্রে বিজেপির জোরালো হাওয়া কার্যত যোগী শিবিরকে সেই দিকে এগিয়ে নিয়ে যায়।

যোগীর সামনে লিটমাস টেস্ট
২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে ২০২০ সালের উপনির্বাচন যোগী সরকারকে বলে দিচ্ছে, তাঁর মুঠোয় কতটা রয়েছে উত্তরপ্রদেশের মাটি। গত ৩ নভেম্বর উত্তর প্রদেশের দেওরিয়া, বনগারমাউ, বুলন্দশহর, ঘাতমপুর, নওগাঁ,মালহানিতে উপনির্বাচন সংগঠিত হয়। আজ তার গণনার ফলাফল প্রকাশ্যে।

মালহানিতে সপার দাপট
উত্তরপ্রদেশের মালহানি কেন্দ্র প্রথম থেকেই এদিন রেখেছিল সমাজবাদী পার্টি। আর দিনের শেষে মালহানিতে সমাজবাদী পার্টির লাকি যাদব জিতে যান। এদিকে, বিজেপি এগিয়ে রয়েছে বুলন্দশহর, বাঙ্গারমাউ, দেওয়ারিয়াতে। বিজেপি দখলে রেখেছে তুন্ডলা, ঘাতমপুর।
জিতল এনডিএ, কার্যত হার নীতীশের! বিজেপির তোড়ে পা পিছলে গেল মহাজোটের