লাদাখ সংঘাতের মাঝে ডোকলামে গোপন সুড়ঙ্গ খুঁড়ছে চিন! স্যাটেলাইট ছবির বিস্ফোরক তথ্য নয়া রিপোর্টে
২০১৭ সালে ডোকলামের সংঘাত চিন , ভারত দুই দেশ কার্যত চোখ রাঙানির যুদ্ধে অবতীর্ণ হয়। এবার ২০২০ সালে ফের ভারত , চিন সংঘাত। লাদাখের এই সংঘাতের মাঝেই ফের ডোকালামে চিনের গতিবিধি দেখা যেতে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক এক বেসরকারি চ্যামেলের নয়া রিপোর্টে নতুন স্যাটেলাইট ছবি নিয়ে কোন কোন তথ্য উঠে ঐআসতে শুরু করল।

গোপন সুড়ঙ্গ ও চিন
ওই সংবাদমাধ্যমের খবর বলছে, ২০১৯ সালে একটি স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে , ডোকলামের কাছে মেরুং লা পাসে একটি ওভার গ্রাউন্ড সুড়ঙ্গ রয়েছে। এরপর ২০২০ সালের অক্টোবরে দেখা যাচ্ছে সেই সুড়ঙ্গ ৫০০ মিটার বেড়েছে।

লাদাখ সংঘাতের মাঝে কোন ফন্দি চিনের!
প্রসঙ্গত, রিপোর্ট বলছে, ডোকলামের শীতে যেভাবে বরফ পড়ে, তাতে এই এলাকায় কারোর সহজ পথে যাওয়া কঠিন। কিন্তু লাদাখ সংঘাতের মাঝে ডোকলাম গেম খোলা রাখতে চাইছে চিন। আর সেই কারণেই , তারা নয়া প্যাঁয়তারা আবিষ্কার করেছে।

কোন আছিলায় এলাকা দখলের চেষ্টা
প্রসঙ্গত, ২০১৭ সালে সিকিম ভূটানের মাঝে ডোকলামকে কেন্দ্র করে চিনের চেনা বিস্তারবাদী ছকে আগ্রাসন দেখা যায়। যা রুখে দেয় ভারত। এবার লাদাখ সংঘাতের আবহে বেজিং এই এলকার সীমান্ত দিয়ে চিনের রাস্তা নির্মাণ সংক্রান্ত প্রকল্প তৈরি করছে। ঐআর সেই রাস্তা নির্মাণের আছিলায় এলাকা দখলে ব্রতী চিন।

লাদাখ পরিস্থিতি , অরুণাচল ও চিন
চিনের নতুন এই বিস্তারবাদী প্যাঁয়তারা আগেও ডোকলামের ক্ষেত্রে ভুটানকে চমকে খাটিয়েছে বেজিং। এদিকে লাদাখ নিয়ে তাদের নাছোড়বান্দা মেজাজ সত্ত্বেও অষ্টম দ্বিপাক্ষিক বৈঠকে ভারত সাফ জানিয়েছে আগ্রাসন যেহেতু চিনের তরফে এসেছে, তাই সেনা আগে চিনকেই সরাতে হবে।