For Quick Alerts
For Daily Alerts
দিওয়ালির আগে আলোর রোশনাই, শেয়ারবাজারে 'আচ্ছে দিন'! সর্বকালীন রেকর্ড ভাঙল সেনসেক্স
সোমবার শেয়ারবাজার খুলতেই দালাল স্ট্রিটে মিলল 'আচ্ছে দিন'-এর ইঙ্গিত। এদিন বাজারের লেনদেন চালু হতেই সেনসেক্স বেড়ে যায় ৬৫০ পয়েন্ট। এর ফলে সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৪২,৫৫৬ পয়েন্টে। এটা সেনসেক্সের পক্ষে সর্বকালীন রেকর্ড। এদিকে নিফটিও বেড়ে ১২,৪০০-র গণ্ডি পার করে এদিন। দিওয়ালির আগেই শেয়ার বাজারের এই উর্ধ্বমুখী গ্রাফ স্বভাবতই আপ্লুত করেছে বিনিয়োগকারীদের।

এদিন শেয়ারবাজারে লেনদেন চালু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সেনসেক্স বেড়ে যায় ৬৫০ পয়েন্ট। এর ফলে এর আগের ৪২,৪৭৩-এর রেকর্ড গণ্ডিকে পার করে দালাল স্ট্রিটের সূচক। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১৩৫ পয়েন্ট বাড়ে নিফটা। এর ফলে নিফটি ১২,৪০০-র গণ্ডি পার করে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, উভয় শেয়ার বাজারেই সূচক বৃদ্ধি পায় ১.৫ শতাংশ করে।