২৪ ঘণ্টায় কমল দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্ত সাড়ে ৮৫ লক্ষ ছাড়াল
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উল্লেখ যোগ্য হারে কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫,৯০৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৯০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫,৫৩,৬৫৭। মোট মৃত্যু হয়েছে ১,২৬,৬১১ জনের।

কমল দৈনিক সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে কিছুটা পতন। মারা গিয়েছেন ৪৯০ জন। গতকাল সংখ্যাটা ৫০০-র বেশি ছিল। দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাও বেড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫,৯০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫,৫৩,৬৫৭ জন।

দিল্লিতে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ
রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে উদ্বেগজনক আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা ভাইরােস আক্রান্ত হয়েছেন প্রায় ৮ হাজার। করোনা সংক্রমণের থার্ড ওয়েভের কারণেই এই সংক্রমণে আচমকা বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

দূষণ ভাবাচ্ছে দিল্লিকে
সকাল থেকেই দিল্লির আকাশ ধোঁয়াশায় ঢাকা। দৃশ্যমানতা নেই বললেই চলে। মরশুমের সবচেয়ে খারাপ। তাতে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই দিল্লির সব হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে কেজরিওয়াল সরকার। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী।

ভ্যাকসিন অনিশ্চয়তা
সিরাম ইনস্টিটিউট জানুয়ারি মাসে করোনা ভ্যাকসিন আসবে বলে দাবি করেছে। এদিকে ভ্যাকসিন নিয়ে নতুন দাবি করেছেন আইসিএমআরের ডিরেক্টর। তিনি দাবি করেছেন ২০২২ সালের আগে ভারতে করোনা ভ্যাকসিন আসার কোনও সম্ভাবনা নেই। বিশেষ করে ভারতের আমজনতার হাতে করোনা ভ্যাকসিন পৌঁছতে ২০২২ সাল লেগে যাবে।