• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাংলা দখলের লক্ষ্যে ফের মোদীর সভা আয়োজনে বিজেপি! পদ্মক্যাম্পের অন্দরে জোর তোড়জোর 'যুবযোদ্ধা' ঘিরে

  • |

সদ্য বিরসা মুন্ডার মূর্তি প্রসঙ্গ থেকে কলকাতার রাস্তায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বারবার বাংলার সংস্কৃতি নিয়ে বিজেপিকে তোপ দাগতে ছাড়েনি তৃণমূল। এদিকে, এমন এক পরিস্থিতিতে বাংলার সংস্কৃতি মনষ্কতা নিয়ে বিজেপিও পাল্টা একচুল জমি ছাড়তে রাজি নয়। আর সেই কারণেই আসছে যুবযোদ্ধা সমাবেশ'। যেখানে বাংলার সংস্কৃতি মনস্কতা নিয়ে বুকে বিজেপি নিজের ভাবমূর্তি আরও জোরালো করবে, পাশাপাশি, যুব মোর্চাকেও অনুপ্রেরণা যোগাবে। কী রয়েছে বিজেপির গেমপ্ল্যানে দেখা যাক।

 বিজেপির সমাবেশ ও ২০২১ ভোট

বিজেপির সমাবেশ ও ২০২১ ভোট

২০২১ সাল পড়তেই অমিত শাহের নির্দেশ মতো বিজেপি কার্যত পর পর কর্মসবচি নিয়ে বাংলা দখলের লড়াই শুরু করছে। জানা গিয়েছে, ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্য়ে নেতাজি, বিবেকানন্দ নামাঙ্কিত এক 'যুবযোদ্ধা' সমাবেশের আয়োজন করবে পদ্মশিবির।

 কোথায় হবে আয়োজন?

কোথায় হবে আয়োজন?

সূত্রের দাবি, কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামকে যুবযোদ্ধা সমাবেশের জন্য বেছে নিয়েছে বিজেপি। প্রসঙ্গত, এবারে অমিত শাহের সভার পরই বিজেপির যুবমোর্চার তরফে এমন আয়োজনের খবর আসে।

 আসছেন মোদী!

আসছেন মোদী!

২০২১ সালে যে বিজেপির পাখির চোখ বাংলা, অসম, তা নতুন করে বলার কিছু নেই ! একদিকে অসমে গদি ধরে রাখার লড়াই, অন্যদিকে, বাংলা।মমতা গড়ে থাবা বসানোর লড়াই। আর সেই উপলক্ষ্যে রাজ্যে একের পর এক বিজেপি হেভিওয়েটদের দেখা যাবে। জানা গিয়েছে, এমন যুবযোদ্ধা সমাবেশে নরেন্দ্র মোদীরও আসার কথা রয়েছে রাজ্যে।

 বুথ পিছু ১১ জন সদস্য সংগ্রহ

বুথ পিছু ১১ জন সদস্য সংগ্রহ

এবার প্রতিটি বিজেপি বুথে নতুন করে ১১ জন সদস্য সংগ্রহ করা নিয়ে বিজেপি কোমর কষে ময়দানে নামছে।গোটা কর্মসূচির দেখভালের দায়িত্ব রয়েছে সৌমিত্র খাঁয়ের হাতে। এদিকে, দলের যুব মোর্চাকে আরও বেশি পোক্ত করতে সৌমিত্র খাঁ থেকে শঙ্কুদেবদের আরও বেশি কর্মসূচির ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছেন অমিত শাহ।

English summary
West Bengal BJP plans to organise Yuvayoddha Samabesh in Kolkata with Modi's Presence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X