বাংলায় বাড়ছে করোনাজয়ীর সংখ্যা, তবে মৃত্যুর হার এখনও উদ্বেগজনক
সোমবার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা কমল। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। তবে দৈনিক মৃত্যুর হার মোটামুটি একই জায়গায় রয়েছে। এবং সেটাই উদ্বেগের বলে মনে করা হচ্ছে। এদিন দৈনিক পরীক্ষার হার কিছুটা কমেছে। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ও মৃতের হার প্রায় আগের মতোই রয়েছে।

বাংলায় মোট কত আক্রান্ত
গত ২৪ ঘন্টায় বাংলায় ৩৯০৭ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯ হাজার ২২১ জন। এর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৮৫০ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৩৯৬ জন।

মৃত্যু নিয়ে এখনও উদ্বেগ
বাংলায় গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৬ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫০ জন। এই মুহূর্তে বাংলায় রোগের সঙ্গে লড়াই করছেন ৩৪ হাজার ২১ জন। সুস্থতার হার কিছুটা বাড়ায় প্রতি ১০০ জনে সুস্থ হয়ে উঠেছেন ৮৯.৮৯ শতাংশ মানুষ।

কতজনের পরীক্ষা
গত ২৪ ঘন্টায় বাংলায় ৪৪ হাজার ৩৪৬ জন মানুষের করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে। সবমিলিয়ে মোট পরীক্ষার সংখ্যা ৫০ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যার মধ্যে আক্রান্ত ৮.২৫ শতাংশ মানুষ। প্রতি ১০ জনে বাংলায় পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ১০১ জনের।

কোন জেলার কী চিত্র
বাংলায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় মোট এবং দৈনিক আক্রান্তের হার সবচেয়ে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টায় ৮৬১ জন এবং উত্তর ২৪ পরগনায় ৮৫২ জন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় ১৪ জন এবং কলকাতায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নদিয়া, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুশোর বেশি মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন।
বাংলা দখলের লক্ষ্যে ফের মোদীর সভা আয়োজনে বিজেপি! পদ্মক্যাম্পের অন্দরে জোর তোড়জোর 'যুবযোদ্ধা' ঘিরে