For Quick Alerts
For Daily Alerts
বিস্ফোরক ভর্তি ট্রাক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাঁইথিয়ায়
বিস্ফোরক ভর্তি ট্রাক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাঁইথিয়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়ায় রুটিন মাফিক পুলিশি টহলের সময় রাস্তায় ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ড্রাইভার বা খালাসি কেউ ট্রাকে ছিল না।

পুলিশ জানিয়েছে, তল্লাশী চালিয়ে দেখা যায় ত্রিশটি জিলেটিন স্টিক ভর্তি পেটি রয়েছে ট্রাকে। সঙ্গে সঙ্গে ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা মারফৎ খবর নিয়ে জানা যায় পুলিশ ট্রাকটির মালিকের খোঁজখবর করছে। কোনও খবর পাওয়া না গেলেও পুলিশের অনুমান এর সঙ্গে কোনও বড় পাচার চক্র যুক্ত রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি আন্দোলনে পুলিশের লাঠচার্জ