• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কংগ্রেসের সঙ্গে জোট কোন পর্যায়ে, ব্যাখ্যা! অধীরকে কি মুখ্যমন্ত্রী মানবে সিপিএম, কোন উত্তর সূর্য-র

  • |

কংগ্রেসের (congress) সঙ্গে লড়াই, কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়া নিয়ে প্রশ্নের উত্তরে এই কথাই জানিয়েছেন, রাজ্য সিপিএম-এর সম্পাদক সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সিপিএম (cpim) থেকে কংগ্রেসের (congress) সঙ্গে জোটের কথা বলা হয়নি।

 সিপিএম থেকে জোটের কথা বলা হয়নি

সিপিএম থেকে জোটের কথা বলা হয়নি

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেছেন, কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে জোটের কথা বলা হয়নি। বলা হয়েছে, যেমন বিহারে মহাজোট হয়েছে, যেমন অসমে হয়েছে, তামিলনাড়ুতে যেমন হয়েছে, ঠিক তেমনই হবে পশ্চিমবঙ্গে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সব ভোট এক জায়গায় সর্বোচ্চ সংখ্যায় আনতে যে চেষ্টা করা যায়, তাই করা হবে।

 জোট নিয়ে কেন্দ্রীয় কমিটির অবস্থান

জোট নিয়ে কেন্দ্রীয় কমিটির অবস্থান

৩১ অক্টোবর সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে পশ্চিমবঙ্গে সিপিএম এবং বামফ্রন্ট কংগ্রেস-সহ ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে জোট করবে।

রাজনৈতিক মহল মনে করেছে এই বিবৃতি অনিবার্য ছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই কেরল লবি পলিটব্যুরোয় বাংলায় দলের অবস্থানকে সমর্থন করেছে। কেননা তারা বুঝতে পেরেছে উদ্যোগ না নিলে আরও বিপদ সামনে উপস্থিত হবে। দিন কয়েক আগে পলিটব্যুরোর বৈঠকে বলা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে দল কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে। পশ্চিমবঙ্গ ছাড়াও আসন্ন কেরল, জম্মু ও কাশ্মীর, অসমের জন্য সংশ্লিষ্ট রাজ্য কমিটিরগুলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি। কেরলে সিপিএম এলডিএফ-এর অংশ হয়েই লড়াই করবে বলে জানানো হয়েছিল। তামিলনাড়ুতে সিপিএম ডিএমকের নেতৃত্বাধীন জোটে থাকবে বলেও ঘোষণা করা হয়েছিল। অসমে বিজেপিকে পরাস্ত করতে সিপিএম কংগ্রেস-সহ ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে জোট করবে বলে জানানো হয়েছিল।

 কংগ্রেসের সঙ্গে লড়াই, কর্মসূচি নিয়ে আলোচনা

কংগ্রেসের সঙ্গে লড়াই, কর্মসূচি নিয়ে আলোচনা

প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেছেন, কংগ্রেসের সঙ্গে লড়াই, কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আরও আলোচনা করা হবে। ২০২১-এর নির্বাচনে সম্ভাব্য ফল সম্পর্কে প্রশ্ন করা হলে, সূর্যকান্ত মিশ্র সিপিএম-এর স্লোগান স্মরণ করিয়ে দেন। সরকারে নেই, দরকারে আছি।

 অধীর চৌধুরীকে কি মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট

অধীর চৌধুরীকে কি মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট

এই প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা করা হয়নি। নির্বাচনে কীভাবে সেটাই আলোচনা হয়নি। তিনি বলেন, খালি ভোটের সময় না করে সংগ্রাম, একসঙ্গে লড়াই যাতে করা যায়, মানুষের বিশ্বাসযোগ্যতা যাতে অর্জন করা যায়, তাই নিয়ে দুপক্ষের কথা হয়েছে। সেই অনুযায়ী, কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল। আর কিছু কর্মসূচি নেওয়া হবে।

 ৩৫৬ ধারা সমর্থন করে না সিপিএম

৩৫৬ ধারা সমর্থন করে না সিপিএম

অমিত শাহের কাছে প্রশ্ন করা হয়েছিল রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের সম্ভাবনা নিয়ে। এব্যাপারে প্রশ্ন করা হলে সূর্যকান্ত মিশ্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন সকালে একবার, বিকেলে একবার ৩৫৬ ধারার দাবি করতেন। কিন্তু সিপিএম তার পক্ষে নয়। তিনি বলেন, সিপিএম রাজ্যপাল পদটাই তুলে দেওয়ার পক্ষে। কেন্দ্রের এজেন্ট হয়ে রাজ্যপালের কাজ করার দরকার নেই। তিনি বলেন, এই সরকারকে যদি হঠাতে হয়, তাহলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই করা উচিত।

নন্দীগ্রাম কার!, দড়ি টানাটানি শাসক শিবিরে, শুভেন্দুর অরাজনৈতিক সভা, পাল্টা সভা তৃণমূলের

English summary
CPIM leader Suryakanta Mishra specifies their stand on alliance with congress in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X