আমেরিকায় সংক্রমণ দশ কোটি পেরোল, মহামারি নিয়ন্ত্রণ করতে পারবে বাইডেনের টাস্ক ফোর্স?
করোনা ভাইরাস সংক্রমণের মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে এই মারণ রোগে এগিয়ে রয়েছে আমেরিকা। রবিবার পর্যন্ত পাওযা খবর অনুযায়ী, এই দেশে মোট করোনা সংক্রমণ ১০ কোটি ছাড়িয়ে গিয়েছে, দেশজুড়ে কোভিড–১৯ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ইতিমধ্যেই। অন্যদিকে, বিশ্বে মোট করোনা ভাইরাসের সংখ্যা ৫০ কোটিকে অতিক্রম করেছে এদিনই।

গত দশদিনে ১০ লক্ষ কেস সনাক্ত
একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের উদযাপন হচ্ছে, অন্যদিকে করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী দেশ। গত দশদিন ধরে আমেরিকায় প্রায় দশ লক্ষ করোনা কেস রিপোর্ট হয়েছে। ২৯৩ দিন আগে ওয়াশিংটনে প্রথম করোনা ভাইরাসের কেস ধরা পড়ার পর এই সংখ্যা সর্বোচ্চ বলে মনে করছে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক সংবাদ সংস্থার গণনা অনুযায়ী, শনিবার এই দেশে ১৩১,৪২০ কোভিড-১৯ কেস রিপোর্ট হয়েছে এবং গত সাতদিনে চারগুণ বেশি এক লক্ষের মতো কোভিড কেস ধরা পড়েছে এই দেশ থেকে।

দৈনিক কেসে এগিয়ে আমেরিকা
সাম্প্রতিকতম পাওয়া খবর অনুযায়ী গত সাতদিনে গড়ে এই দেশে দৈনিক কেস সনাক্ত হয়েছে ১০৫,৬০০টি, যা ভারত ও ফ্রান্সের থেকে ২৯ শতাংশ বেশি। এই দুই দেশ এশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে পরিচিত। এখনও পর্যন্ত এই মারণ করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৩৭,০০০ আমেরিকাবাসীর। প্রসঙ্গত গত বছর চিনের উহান শহর থেকে প্রথম এই ভাইরাস গোটা বিশ্বে ছড়াতে শুরু করে।

দৈনিক মৃত্যু বেড়েছে আমেরিকায়
সংবাদ সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে যে ১১ জনের মৃত্যুর রিপোর্ট হয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন করে থাকে। শনিবার টানা পঞ্চম দিনেও আমেরিকা জুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা এক হাজারের বেশি বেড়েছে, এই প্রবণতা দেখা গিয়েছিল অগাস্টের মাঝামাঝি সময়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরই চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মৃত্যুর প্রবণতা বেড়ে গিয়েছে।

জো বাইডেনের টাস্ক ফোর্স
আমেরিকায় সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি তাঁর নির্বাচনী প্রচারের অধিকাংশ সময় ডোনাল্ড ট্রাম্প এই মহামারি পরিচালনা করতে পারেননি বলে সমালোচনা করেছেন, তিনি শনিবার আমেরিকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন মহামারি পরিচালনা করাই এখন শীর্ষ অগ্রাধিকার পাবে। বাইডেন সোমবার ১২ সদস্যের টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করবেন, যাঁরা এই মহামারি নিয়ন্ত্রণ করবেন। এই টাস্ক ফোর্সের শীর্ষে রয়েছেন প্রাক্তন সার্জেন জেনারেল বিবেক মূর্তি ও প্রাক্তন ফুড ও ড্রাগ প্রশাসনের কমিশনার ডেভিড কেসলার। বাইডেন জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরে করোনা ভাইরাস টাস্ক ফোর্সকে এই রোগটি নিয়ন্ত্রণের জন্য একটি ব্লু প্রিন্ট তৈরির জন্য বলা হবে।
রাজ্যের সঙ্গে বৈঠকে বসার আগেই বড় সিদ্ধান্ত নিল রেল, ভিড় সামলাতে নতুন পদক্ষেপ