• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'বদলও হবে, বদলাও হবে' ,হুঙ্কারের সুর চড়া করে বিজেপি কর্মী খুন নিয়ে সরব দিলীপ

  • |

হলদিয়ার সভায় পারদ চড়িয়ে তিনি বলেছিলেন, তৃণমূলের সন্ত্রাস বন্ধ করতে 'হাত পা , পাঁজর' ভাঙার কথা। আর এদিন দুর্গাপুজো বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে ফের চেনা সেই গর্জন শোনা গেল বিজোপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের কণ্ঠে।

বদল, বদলার বার্তা

বদল, বদলার বার্তা

এদিন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিজেপির রাজ্য প্রধান লেখেন, 'নিত্যদিনের চিরাচরিত ঘটনাক্রমের শিকার হয়ে তৃণমূলের সন্ত্রাসের বলি হলেন আরও একজন। বাড়ী থেকে জোড়পূর্বক ডেকে নিয়ে গিয়ে রক্তপিপাসু তৃণমূলের এবারের শিকার দুর্গাপুর পূর্ব বিধানসভার স্বরূপ শো। ..' এদিন এই মৃত্যুর প্রতিবাদই উঠে আসে দিলীপ ঘোষের কণ্ঠে। আর সেই সূত্র ধরেই তিনি বদল, বদলার ডাক দেন।

 জনগণ শাস্তি দেবে!

জনগণ শাস্তি দেবে!

দিলীপ ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া ওয়ালে লেখেন,'তার একমাত্র অপরাধ তিনি ছিলেন একজন সক্রিয় বিজেপি কর্মী। রাজনৈতিক দৈন্যতায় আক্রান্ত তৃণমূলের বিদায়ঘন্টা দিকে দিকে ধ্বনিত হচ্ছে। জনগণ এদের চরম শাস্তি দেবে।'

 ' বদলও হবে,বদলাও হবে'

' বদলও হবে,বদলাও হবে'

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামেদের উৎখাত করে বাংলার মসনদে আসেন, তাঁর সেই সময়ের বার্তা ছিল 'বদলা নয়, বদল চাই'। আর তৃণমূল নেত্রীকে সেই প্রেক্ষাপটে খোঁচা দিয়ে এদিন দিলীপ ঘোষ সুর চড়িয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজে লেখেন, 'বদলও হবে, বদলাও হবে'।

এর আগে দিলীপের হুঙ্কার

এর আগে দিলীপের হুঙ্কার

হলদিয়ার সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তীব্র আক্রমণ করে বলেছেন,' ৬ মাস সময় দিচ্ছি তার মধ্যে না শোধরালে হাত-পা ভেঙে দেওয়া হবে তৃণমূল নেতা কর্মীদের। তারমধ্যেও না শুধরালে শ্মশান যাত্রা করতে হবে', বলে হুঁশিয়ারি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

English summary
BJP Bengal Chief Dilip ghosh says Badla will happen and change will also happen in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X