প্রথমবার আইপিএলের ফাইনালে দিল্লি, নেটিজেনদের ঠাট্টায় সামিল শেহওয়াগও
দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ২০২০-এর ফাইনালে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটিয়েছে শ্রেয়স আইয়ার শিবির। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মসকরায় সামিল হলেন নেটিজেনরা। দিল্লি ক্যাপিটালসকে নিয়ে মিম তৈরি করেছেন দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও।

রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান, মার্কাস স্টইনিস ও শিমরোন হেটমায়ারের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান তোলে রাজধানী শিবির। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।

১৩ বছরে প্রথমবার আইপিএলের ফাইনালে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। তা নিয়ে সমর্থকদের গর্বের শেষ নেই। একই সঙ্গে প্রিয় দলকে নিয়ে মসকরা করতেও ছাড়লেন না নেটিজেনরা। সবার প্রাক্তন দলকে নিয়ে মজা করে মিম বানালেন দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। অভিনেতা সলমন খানের সিনেমার গানের দৃশ্য ছবি পোস্ট করে, তারই কথা লিখেছেন বীরু। বলেছেন, 'অ্যায়সা পহেলি বার হুয়া হ্যায় ১৭-১৮ সালো মে'।

অভিনেতা সলমন খান ও গোবিন্দার পার্টনার সিনেমার ছবি পোস্ট করে কেউ লিখেছেন, 'ইটনি খুশি মুঝে আজ তাক নেহি হুয়ি'। কেউ আবার কই মিল গ্যায়া সিনেমায় ঋত্বিক রোশনের এক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ছেয়ে রয়েছে কেবল দিল্লি ক্যাপিটালস।

প্রতি লিপ ইয়ারে নতুন আইপিএল চ্যাম্পিয়ন, এবার কি তবে দিল্লির পালা!