• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাইডেনের সাহায্যেই কাশ্মীরকে ৩৭০ ধারা ফেরাব, কংগ্রেস যুব নেতার মন্তব্য ঘিরে ফের উত্তাপ ভূস্বর্গে

কাশ্মীরের সম্মান হরণ করেছে মোদী সরকার। ৩৭০ ধারা বাতিল করা এখনও মেনে নিতে পারছেন না ভূস্বর্গের রাজনৈতিক নেতারা। বাইডেনের আমেরিকায় ক্ষমতায় আসীন হওয়ার ঘটনায় নতুন করে আশা দেখছেন তাঁরা। কাশ্মীরের যুব কংগ্রেস নেতার কণ্ঠে শোনা গিয়েছে বিদ্রোহের নতুন সুর। তিনি বলেছেন। এবার বাইডেনের সহায়তায় তিনি কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনবেন। প্রসঙ্গত উল্লেখ্য মার্কিন নির্বাচনের প্রচারে বাইডেন এবং কমলা হ্যারিস কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিক লঙ্ঘন নিয়ে সরব হয়েছিলেন।

কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য

কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য

বাইডেন ক্ষমতায় আসায় সুবিধা হবে কাশ্মীরের। এমনই দাবি করেছেন ভূস্বর্গের যুব নেতা। তিনি দাবি করেছেন, বাইডেনের সহায়তায় কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনবেন তিনি। কাশ্নীরের হৃত গৌরব ফিরিয়ে আনতে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁদের সহায়তা করবেন। কারণ প্রথম থেকেই কাশ্মীরিদের প্রতি সংবেদনশীল বাইডেন এবং কমলা হ্যারিস।

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন

৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে জরুরি অবস্থা জারি করেছিল মোদী সরকার। গৃহবন্দি করে রাখা হয়েছিল উপত্যকার সব রাজনৈতিক নেতাদের। জন সুরক্ষা আইনের আওতায় তাঁদের অনেককেই এক বছরের বেশি সময় ধরে গৃহবন্দি করে রাখা হয়। সেসময় কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছিলেন বাইডেন এবং কমলা হ্যারিস।

জোট বাঁধছে কাশ্মীর

জোট বাঁধছে কাশ্মীর

হারানো সম্মান পুনরুদ্ধারে কাশ্নীরের রাজনৈতিক নেতারা জোট বাঁধতে শুরু করে দিয়েছেন। মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা কাশ্মীরের ৩৭০ ধারা ফেরানোর দাবিতে এক যোগে আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন। এরই মধ্যে আবার চিনের সাহায্যে কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনার দাবি করেছিলেন ফারুক আবদুল্লা।

উত্তাপ বাড়ছে কাশ্মীরে

উত্তাপ বাড়ছে কাশ্মীরে

কাশ্মীরে ইতিমধ্যেই একের পর এক সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছে। একের পর এক এনকাউন্টারে জঙ্গি নিকেশ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। তার উপরে আবার লাদাখে চিনের আস্ফালন উত্তাপ বাড়িয়েছে কাশ্মীরেরও। সেখানেও সীমান্তে গুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাইডেন জিততেই ভারতীয়দের জন্য সুখবর, ট্রাম্পকালের বিভীষিকা কাটিয়ে নয়া স্বপ্ন দেখা শুরু

English summary
Congress youth leader claimed article 370 will be return in Kashmir with help of Joe Biden
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X