• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অস্ট্রেলিয়া সফরে যেতে রোহিতকে বিশেষ শর্ত দিল বিসিসিআই, কী চায় সৌরভ শিবির?

নির্দিষ্ট শর্ত পালন করলে অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়ার অংশ হতে পারেন রোহিত শর্মা, জানিয়ে দিল বিসিসিআই। বলল, জাতীয় দলে জায়গা ফিরে পেতে কঠিন পরীক্ষা দিতে হবে হিটম্যানকে। তাতে উত্তীর্ণ হলে তবেই তাঁকে নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে বিসিসিআই সূত্রের তরফে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফিটনেস পরীক্ষা দিতে হবে রোহিতকে

ফিটনেস পরীক্ষা দিতে হবে রোহিতকে

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট করতে নেমে এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে অনেকটা লাফিয়ে ক্যাচ ধরে নিজেকে যথেষ্ট ফিট প্রমাণ করেছেন রোহিত শর্মা। তবু তাতে যে চিড়ে ভিজবে না, তা বিসিসিআইয়ের এক সূত্রের তরফে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে জায়গা করে নিতে রোহিত শর্মাকে আলাদা করে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

কাদের সামনে ফিটনেস পরীক্ষা

কাদের সামনে ফিটনেস পরীক্ষা

রোহিত শর্মাকে আনফিট বলে ঘোষণা করেছিলেন টিম ইন্ডিয়ার ফিজিও নীতীন প্যাটেল। ওই ব্যাক্তির সামনেই রোহিতকে ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে বিসিসিআইয়ের সূত্রের তরফে জানানো হয়েছে। পরীক্ষক হিসেবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ কর্তারা থাকবেন বলেও জানানো হয়েছে।

আইপিএল খেলতে গিয়ে চোট

আইপিএল খেলতে গিয়ে চোট

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পান রোহিত শর্মা। এর জেরে চার ম্যাচ তিনি মাঠের বাইরে বসে থাকেন। টুর্নামেন্টের প্লে-অফ শুরুর ঠিক আগের ম্যাচে ফের ব্যাট হাতে বাইশ গজে নামেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

ভারতের অস্ট্রেলিয়া সফর

ভারতের অস্ট্রেলিয়া সফর

চলতি নভেম্বরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ২৭ নভেম্বর থেকে দুই দলের মধ্যে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তিন সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে আপাতত বাইরে রাখা হয়েছে হিটম্যানকে।

English summary
BCCI gives update on Rohit Sharma's chance to be a part of Team India for Australia tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X