বাইডেন জিততেই ভারতীয়দের জন্য সুখবর, ট্রাম্পকালের বিভীষিকা কাটিয়ে নয়া স্বপ্ন দেখা শুরু
মার্কিন মুলুকে গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় থাকা বহু ভারতীয়র জন্য সুখবর। জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন মার্কিন মুলুকে বসবাসরত অসংখ্য ভারতীয় বংশদ্ভূত। বর্তমানে আমেরিকা বছরে ১ লক্ষ ৪০ হাজার করে গ্রিন কার্ড ইস্যু করত। এই বিষয়টি হত দেশের 'কোটা' ভিত্তিতে। এর জেরে লাইনে ক্রমেই পিছিয়ে পরত ভারতীয়রা। তবে এই ব্যবস্থাকে বদলাতে চলেছেন বাইডেন।

বাইডেন জমানায় এইচ-১বি ভিসা নিয়ে মিলবে স্বস্তি
এইচ-১বি সহ সমস্ত উচ্চ দক্ষতা সম্পন্নদের জন্য ভিসায় রাষ্ট্র অনুমোদনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছেন জো বাইডেন। সেই সঙ্গে নিয়োগ-ভিত্তিক ভিসার সময়সীমা বেঁধে দেওয়ার নিয়মও তিনি খারিজ করতে চলেছেন তিনি। এই নয়া সিদ্ধান্ত গৃহীত হলে উপকৃত হবেন সেদেশে থাকা অসংখ্য ভারতীয় পেশাদার, ট্রাম্প প্রশাসনের জারি করা অভিবাসন নিয়মনীতির যাঁরা শিকার হয়েছিলেন।

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞাকে বাতিল করবেন বাইডেন
ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞাকে বাতিল করে, ৫ লক্ষের বেশি ভারতীয়কে নাগরিকত্ব দিতে পারে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেদেশে নথিভুক্ত নয় এমন ১১ মিলিয়ন অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার রোড ম্য়াপ তৈরি করতে কাজ করবেন৷ যার মধ্য়ে ৫ লক্ষেরও বেশি ভারতীয় রয়েছেন৷ পাশাপাশি বছরে কমপক্ষে ৯৫ হাজার শরণার্থীদের আশ্রয়ের ব্য়বস্থা করা হবে৷

অভিবাসন নীতিতে সংস্কার আনবেন বাইডেন
বাইডেনের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী বলা হয়েছিল, প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বাইডেন দ্রুত মার্কিন আইন সভায় অভিবাসন নীতি নিয়ে একটি সংস্কার আনবেন৷ যেখানে প্রতিটি পরিবারকে একসঙ্গে রাখতে নাগরিকত্ব প্রদান করা হবে৷ তার জন্য় ১১ লক্ষ নথিভুক্ত নন এমন অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করা হবে৷ যেখানে 5 লাখেরও বেসি ভারতীয় রয়েছেন৷

পরিবার ভিত্তিক অভিবাসন নীতিকে সমর্থন
সেখানে আরও বলা হয়েছিল, বাইডেন প্রশাসন পরিবার ভিত্তিক অভিবাসন নীতিকে সমর্থন করবে৷ এমনকি মার্কিন অভিবসন ব্য়বস্থার মূল নীতি হিসেবে পারিবারিক ঐক্য়তার দিকটিকেও রক্ষা করবে৷ সেই পরিকল্পনায় ভিসা সংক্রান্ত যাবতীয় বকেয়া সমস্য়ার সমাধানও করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ পাশাপাশি শরণার্থীদেরও সেদেশে আশ্রয়ের ব্য়বস্থার কথা জানিয়েছিলেন বাইডেন৷ যেখানে বছরে ৯৫ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে মার্কিন আইন সভায় সংস্কার আনার কথাও বলেছিলেন৷

ফের চাল হবে ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস নীতি
শুধু তাই নয়, জো বাইডেন তাঁর প্রতিশ্রুতিতে বলেছিলেন, ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস নীতি আবারও চালু করবেন৷ যাতে অভিবাসীদের তাঁদের পরিবারের কাছ থেকে অমানবিকভাবে সরিয়ে দেওয়া না হয়৷ এর জন্য় আইনি ব্য়বস্থা নেওয়ার কথাও শোনা গিয়েছিল বাইডেন প্রচারে৷

বাইডেনের দিকে তাকিয়ে ১১ লক্ষ অভিবাসী
এমনকি ট্রাম্পের মুসলিমদের উপরে নিষেধাজ্ঞাও তাঁর শাসনের প্রথম দিন থেকেই প্রত্য়াহার করে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন বাইডেন৷ সেই মত আমেরিকার সীমান্ত এলাকায় চলা অমানবিক ঘটনাগুলিকে বন্ধ করার কথাও তাঁর নির্বাচনী নীতিতে উল্লেখ করা হয়েছিল৷ এবার মার্কিন প্রেসিডেন্ট পদে বসে নিজের সেই প্রতিশ্রুতি বাইডেন পালন করবেন৷ সেই আশাতেই রয়েছেন সেখানকার ভারতীয় সহ ১১ লক্ষ অভিবাসী৷
বাইডেন এলেও স্বস্তি নেই চিনের, বেজিংয়ের উপর চাপ বাড়াতে তৈরি হচ্ছে মার্কিন 'রোডম্যাপ'