• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তীব্র শৈত্যপ্রবাহের গ্রাস শুরু! নভেম্বরের শুরুতে আবহাওয়ার রিপোর্ট একনজরে

আইএমডির তরফে আগেই জানান দেওয়া হয়েছিল যে ২০২০ সাল জুড়ে প্রবল শৈত্যপ্রবাহ হবে গোটা দেশে। আর নভেম্বরের শুরু থেকেই তার আঁচ পেতে শুরু করেছে দেশ। এমন এক পরিস্থিতিতে এদিন চমকে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী কান্ধামাল।

শৈত্যপ্রবাহের পর বৃষ্টির দাপট

শৈত্যপ্রবাহের পর বৃষ্টির দাপট

ওড়িশার একাধিক জায়গায় শৈত্যপ্রবাহের দাপট শুরু হওয়ার ঘটনায় যেমন কার্যত কাবু উপকূলবর্তী রাজ্য, তেমনই এই এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ১২ এবং ১৩ নভেম্বর। এদিকে, আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে বাংলার চারপাশে আপাতত আবহাওয়ার পরিস্থিতি ব্যাপক উদ্বেগে রাখছে বাসিন্দাদের।

 তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে!

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে!

প্রবল শৈত্যপ্রবাহের দাপট গোটা ওড়িশা জুড়ে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্যে সোনেপুর ও কান্ধামালের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। গোটা ওড়িশা রাত নামতেই প্রবল ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে।

 ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে একাধিক এলাকা!

১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে একাধিক এলাকা!

শৈত্যপ্রবাহের দাপট শুপু হতেই ওড়িশার ৬ টি জায়গায় তাপমাত্রার পতন দেখা দিতে শুরু করে দিয়েছে। ভবানীপতনায় ১১.৪ ডিগ্রি, কোরাপুটে ১১.২ ডিগ্রি, ফুলবনিতে ১০ ডিগ্রি, মালকানগিরিতে ১৪.৫ জ ডিগ্রি, কেওঞ্ঝোরে ১৪.৪ ডিগ্রি তাপমাত্রা দেখা গিয়েছে। ঝাড়সুগুড়া ও আঙ্গুলে তাপমাত্রা যথাক্রমে ১১ ও ১৩ ডিগ্রি সেলসিয়াস।

 শীতে কাঁপছে কটক

শীতে কাঁপছে কটক

এদিকে, প্রবল ঠান্ডা হাওয়ার দাপটে শীতে কাঁপছে কটক, ভুবনেশ্বর। ভুবনেশ্বরে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং কটকে তাপমাত্রা ১৬. ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ১২ ও ১৩ তারিখে ওড়িশার উপকূলবর্তী এলাকায় রাতের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে খবর।

'সশস্ত্র সংগ্রাম ছাড়া কোনও রাস্তাই খোলা নেই কাশ্মীরের যুবসমাজের কাছে’, ফের সুর চড়ালেন মেহবুবা

English summary
Weather report of india on 9 November says Massive Cold wave grips Odisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X