পার্টিতে দুজনেই থাকবেন, বাকি পার্টি উঠে যাবে, শুভেন্দুকে ইঙ্গিত করে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের
বাঁধাকপির পাতা ছাড়াতে ছাড়াতে আর কিছুই থাকবে না। শেষে দেখা যাবে পার্টিটাই উঠে যাবে। দুজনই থাকবেন পার্টিতে। সরাসরি আক্রমণ শানিয়ে এমনই বিদ্রুপে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বিজেপির চাণক্য অমিত শাহ স্পষ্ট করে কিছু বলতে চাননি। তবে যোগদান করতে যে স্বাগত সেটাও জানিয়ে গিয়েছেন। তারপর থেকেই জল্পনা পারদ চড়তে শুরু করেছে। সেই প্রসঙ্গেই বিজেপি রাজ্যসভাপতির তৃণমূলকে এই আক্রমণ।

দিলীপের আক্রমণ
রবিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস নেত্রীকে আক্রমণ শানিয়ে বলেছেন, টিএমসিতে পার্টি বলে কিছু নেইষ শুধু দুটি গোষ্ঠী রয়েছে। এরপর পার্টিতে শুধু ২ জন রয়ে যাবেন। বাকি পার্টিটা উঠে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল দিলীপ ঘোষকে।

শুভেন্দুকে আক্রমণ অমিতের
শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনার পারদ চরমে উঠেছে। অমিত শাহের সফর কালেও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দানের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তাতে অমিত বলেছিলেন নির্বাচনের পরে কেউ আসতে চাইলে স্বাগত। তবে তাঁর সঙ্গে এখনও কেউ যোগাযোগ করেননি। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, কেউ আর ওই পার্টিতে থাকবেন না। অনেকেই বিেজপির সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরা পরিবর্তন চান।

দুর্নীতিগ্রস্ত পার্টি
তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত পার্টি বলে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন যেই কেন্দ্রীয় সংস্থা রাজ্যে কোনও তল্লাশি শুরু করছে অমনি শাসক দলের উত্তেজনা বাড়ছে। এর থেকেই বোঝা যায় কারা যুক্ত রয়েছে এই সব দুর্নীতির মধ্যে। রাজ্যে গরু পাচার থেকে কয়লা পাচার সবতেই যুক্ত রয়েছে শাসক দল।

৩ মন্ত্রীকে নিয়ে বৈঠক অভিষেকের
ক্ষোভ বাড়ছে দলের অন্দরে। একের এক মন্ত্রী বিধায়ক বিদ্রোহী হয়ে উঠছেন। প্রকাশ্যে দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিেয়ছেন তাঁরা। গতকালই হাওড়ায় ৩ মন্ত্রীকে নিয়ে গোপন বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের সংস্থাকে কাজে লাগানোর জন্য ক্ষোভ বাড়ছে দলের অন্দরে।
ত্রিমুখী সমীকরণে নাজেহাল তৃণমূল, একুশের আগে ক্রাইসিস মেটাতে আসরে পিকে