• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘ভোটের ফল মেনে নিন, পরাজয় স্বীকার করুন’, ট্রাম্পকে বার্তা জামাই জারেড কুশনারের

  • |

চারদিন ব্যাপী হাড্ডা-হাড্ডা লড়ইের পর শনিবার রাতে পেনেসেলভেনিয়ায় জয়লাভের পরেই জয়ের রাস্তা কার্যত পাকা হয়ে যায় জো বাইডেনের। গণনা পর্বের সমস্ত পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ করেই বাইডেনকে জয়ী হিসাবে ঘোষণাও করে দেয় মার্কিন সংবাদমাধ্যম। আর তারপর থেকেই মিডিয়া এমনকী ডেমোক্র্যাট শিবিরের উপর রীতিমতো ক্ষেপে আছেন ডোনাল্ড ট্রাম্প। হার নিশ্চিত হওয়ার পরেও কার্যত হোয়াইট হাউসের মায়া ত্যাগ করতে পারছেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান শিবিরেরে রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে বোঝাতে মাঠে নামলেন তাঁর জামাই তথা রিপাবলিকান শিবিরের বরিষ্ঠ পরামর্শদাতা জারেড কুশনার।

‘ভোটের ফল মেনে নিন, পরাজয় স্বীকার করুন’, ট্রাম্পকে বার্তা জামাই জারেড কুশনারের

সূত্রের খবর, নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার জন্য ইতিমধ্যেই নাছোড়বান্দা ট্রাম্পের কাছে বিশেষ আবেদন করেছেন জ্যারেড কুশনার। এদিকে এর আগে নির্বাচনী তথা গণনা প্রক্রিয়া কারচুপির অভিযোগ তুলেই সঠিক কোনও প্রমাণ দাখিল করতে না পারার কারণে এর আগে গোটা দেশেই খোদ রিপাপলিকানদেরই তোপের মুখে পড়তে দেখা যায় ট্রাম্পকে। কিন্তু তারপরেও হার স্বীকার করা তো দূর অস্ত, শনিবার বিক্ষুব্ধ ট্রাম্পে ফের দাবি করেন, “নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি। জয়-পরাজয় ঠিক করবে আদালত। আইনি লড়াইয়ের মধ্য দিয়ে জানা যাবে চূড়ান্ত ফলাফল।”

এদিকে পেনেসেলভেনিয়ার সমর্থন বাইডেনের পক্ষে যাওয়াতে দেশের তাবড় তাবড় সংবাদমাধ্যম গত রাতেই দেশের ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে জো বাইডেনের নাম ঘোষণা করে। যা নিয়েও একের পর এক তোপ দাগতে দেখা যায় ট্রাম্পকে। মিডিয়ার উপর তীব্র আক্রমণ শানিয়ে ট্রাম্প বলেন, না জিতেও জো বাইডেন কেন নিজেকে বিজয়ী হিসাবে ঘোষণা করছে, কেন মিডিয়া তাকে এতটা সমর্থন করছে তা কারও অজানা নয়।' এমতাবস্থায় ভোটের ফল মেনে নিতে খোদ নিজের জামাইয়ের অনুরোধে রীতিমতো বেকায়দায় ট্রাম্প।

সোমবার থেকে শীতে কাঁপবে শহর, টানা তিনদিন চলবে পারদ পতন, পূর্বাভাস আবহাওয়া দফতরের

English summary
donald trumps son in law jared kushner urges trump for conceding usa election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X