সোমবার থেকে শীতে কাঁপবে শহর, টানা তিনদিন চলবে পারদ পতন, পূর্বাভাস আবহাওয়া দফতরের
সোমবার থেকে জাঁকিয়ে শীত নামবে কলকাতায়। এমনই পূর্বাভাস গিয়েেছ আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার এই পারদ পতন চলবে আগামী ৩ দিন। শুধু শহর কলকাতা নয় দক্ষিণবঙ্গ জুড়েই এই তাপমাত্রার পারদ পতন জারি থাকবে। রবিবার সকালেও দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছিল। কলকাতা শহরের তাপমাত্রার পতন হয়েছিল ২ থেকে ৩ ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু অস্বস্তি বাড়ে। তবে সূর্য ডুবলে ফের ঠান্ডা বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

বুধবার থেকে একটু বাড়বে তাপমাত্রা। আকাশ মেঘলা থাকবে। সেকারণেই তাপমাত্রা বাড়বে। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা এতোটাই কমেছে যে শীতের পোশাক পরে বেরোতে হচ্ছে বািসন্দাদের। অনেক জেলাতেই লেপ কম্বল গায়ে দিতে হচ্ছে। রবিবার কলকাতা শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
আবহাওয়ার গতি প্রকৃতি যা বলছে তাতে দীবাবলীর আগেও রাজ্যে শীত পুরোপুরি এসে যেতে পারে। শীতের পোশাক পরেই ভাইফোঁটা নিতে ও দিতে হতে পারে। কালীপুজোতেই পারদ পতনের পূর্ণ সম্ভাবনা রয়েছে। তারপরেই পুরোপুরি রাজ্যে শীত ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তর ভারতের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে।
শুভেন্দুর সঙ্গে দ্বন্দ্ব কেন মেটাচ্ছেন না পিকে-অভিষেকরা! প্রশ্নে মমতার ভূমিকা