• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রোহিত কি পুরোপুরি ফিট, অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত? কোন সিরিজে ফিরতে পারেন জানালেন সৌরভ

  • |

আইপিএল ২০২০তে পাওয়া রোহিত শর্মার চোট নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট। তিন সপ্তাহ আগে পাঞ্জাবের বিরুদ্ধে জোড়া সুপার ওভারের ম্যাচে হিটম্যান চোটের কবলে পড়েন। চার ম্যাচের বিশ্রামের পর প্রত্যাবর্তন করে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন হিটম্যান। কিন্তু রোহিত কি পুরোপুরি ফিট, অস্ট্রেলিয়া সফরের জন্য রোহিত কি প্রস্তুত, সেই নিয়ে এবার প্রতিক্রিয়া বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

আকর্ষণের কেন্দ্রে টেস্ট সিরিজ, নজরে গোলাপি বলের দিন রাতের ম্যাচ

আকর্ষণের কেন্দ্রে টেস্ট সিরিজ, নজরে গোলাপি বলের দিন রাতের ম্যাচ

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'অস্ট্রেলিয়া সফরে ওডিআই, টি-২০ সিরিজ তো রয়েছেই। কিন্তু পাখির চোখ টেস্ট সিরিজ। বিদেশ সফরে টেস্ট ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি উত্তেজনা থাকে। ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া, ভারত বিদেশে খেলতে গেলে সীমিত ওভারের সিরিজ চোখ থাকবে। কিন্তু টেস্ট সিরিজ ঘিরেই সবচেয়ে আকর্ষণ তৈরি হয়। এবার অজি সফরে গোলাপি বলে টেস্ট দিয়ে লাল বলের লড়াই শুরু।' এরপরই সীমিত ওভার নাকি টেস্ট,অস্ট্রেলিয়া সফরে কোন সিরিজে রোহিত পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন মন্তব্য করেন সৌরভ।

রোহিতকে নিয়ে আশা রাখছেন বিসিসিআই সভাপতি

রোহিতকে নিয়ে আশা রাখছেন বিসিসিআই সভাপতি

সাক্ষাৎকারে সৌরভ আরও জানিয়েছেন, 'মুম্বই ইন্ডিয়ান্স ও ভারতীয় দলের ফিজিও দুজনেরই বিস্তারিতভাবে রোহিতের চোট নিয়ে বোর্ডকে জানিয়েছে। রোহিতের হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছিল। একজন বোলারের পক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে প্রত্যাবর্তনে বেশি সময় লাগে, কিন্তু রোহিত একজন ব্যাটসম্যান। ওর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী।'

রোহিতকে কি ফিটনেস টেস্ট দিতে হবে

রোহিতকে কি ফিটনেস টেস্ট দিতে হবে

ভারতীয় দলে খেলার জন্যে রোহিতকে ফিটনেস টেস্ট দিতে হবে বলে স্পষ্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, রোহিত শর্মা ভারতীয় দলের সম্পদ, তাই অস্ট্রেলিয়া সফরে বিরাটের পাশাপাশি রোহিত শর্মাওকে ভারতের প্রয়োজন। তাই রোহিতকে পাওয়া নিয়ে বোর্ড আশাবাদী। আগামী কয়েকদিনের মধ্যেই ছবিটা পুরোপুরি জানা যাবে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন।

রোহিতের প্রত্যাবর্তন কতটা কঠিন

রোহিতের প্রত্যাবর্তন কতটা কঠিন

সৌরভ আরও বলেন, 'যেহেতু রোহিতের হ্যামস্ট্রিং-র পেশিতে চোট রয়েছে। তাই ফিটনেস টেস্টে বসেই অস্ট্রেলিয়া সফরে রোহিতের সরাসরি সাদা বলের ক্রিকেটে নেমে পড়ে সহজ হবে না। রোহিত সম্ভবত টেস্ট ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন করতে পারে।'

সৌরভের সামনে নিখুঁত লাফে অনবদ্য ক্যাচ, 'ফিট' রোহিত কি বিরাটের সঙ্গে অজি সফরে যাচ্ছেন?

English summary
Ind vs Aus: Sourav Ganguly hope For Rohit Sharma's Comeback after injury in Ipl 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X