• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০ : দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত দিল্লির

আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে চান শ্রেয়স আইয়ার। পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় পরে ব্যাটসম্যানদের সমস্যা বাড়বে বলে মনে করেন দিল্লির অধিনায়ক।

আইপিএল ২০২০ : দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত দিল্লির

আজকের মোকাবিলা যে দল জিতবে, তারা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর ফাইনাল খেলবে। যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এহেন ম্যাচেও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ। পরিবর্তে খেলছেন শ্রীবৎস গোস্বামী। গত ম্যাচে ব্যর্থ হলেও এ ছাড়া ডেভিড ওয়ার্নারের হাতে আর কোনও বিকল্প নেই।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচ হেরে যাওয়া দিল্লি ক্যাপিটালস শিবিরে দুটি পরিবর্তন করা হয়েছে। ওপেনার পৃথ্বী শ-এর পরিবর্তে আজ খেলছেন স্পিনার প্রবীণ দুবে। ফাস্ট বোলার ড্যানিয়েল স্যামসের পরিবর্তে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরোন হেটমায়ারকে দলে নিয়েছেন শ্রেয়স আইয়াররা। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া।

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শ্রীবৎস গোস্বামী (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, জেসন হোল্ডার, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, আব্দুল সামাদ, রশিদ খান, টি নটরাজন।

English summary
IPL 2020 match update : Delhi wins toss and decides to bat first against Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X