For Quick Alerts
For Daily Alerts
পঁচিশ টাকা কেজি দরে আলু মমতার সরকারের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপনন দপ্তরের উদ্যোগে ও খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় রবিবার খোয়াড়ডাঙ্গা বাজারে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি করা হল। এদিন খোয়াড়ডাঙ্গায় সাপ্তাহিক হাটের দিন থাকায় আলু কিনতে ভীড় জমান প্রচুরসংখ্যক মানুষ।

খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পয়তাল্লিশ টাকায় । পঁচিশ টাকা কেজি দরে আলু কিনতে পেরে খুশী সাধারন মানুষ।
এছাড়াও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পঁচিশ টাকা কেজি দরে মাথা পিছু চার কেজি করে আলু দেওয়া হয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষকে। কৃষি বিপনন দপ্তরের সঙ্গে কথা বলে পরবর্তীতে আরও আলু বিক্রির উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
শুভেন্দুর প্রধান বাধা প্রশান্ত কিশোর! একুশের বিধানসভার আগে প্রমাদ গুণছে তৃণমূল