৮ বছরে ট্রফি নেই, তাও কেন কোহলিকে আরসিবি অধিনায়ক রাখা উচিত জানালেন সেহওয়াগ
২০১৩ থেকে ২০২০, আট বছর আরসিবি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েও দলকে ট্রফি দিতে ব্যর্থ বিরাট কোহলি। যারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়ক বদলের সময় এসেছে বলে গৌতম গম্ভীর মন্তব্য করেছেন। সেই বক্তব্যেই এবার উল্টো পথে হাঁটলেন গম্ভীরের একসময়ের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সেহওয়াগ।

সেহওয়াগ যা বললেন
অধিনায়ক বিরাটকে নিয়ে সেহওয়াগ বলেছেন, ' ক্রিকেট দলগত খেলা। কোনও অধিনায়কই তাঁর টিমের জোরে ম্যাচ জেতে। ক্রিকেট মাঠে এটাই সত্য। একা অধিনায়ক কোনও টিমকে ম্যাচ জেতাতে পারবেন না।'

কোহলির অধিনায়কত্ব নিয়ে কী বললেন সেহওয়াগ
এরপরই কোহলি প্রসঙ্গে সেহওয়াগ জুড়েছেন, 'দেশের জার্সিতে অধিনায়ক বিরাটের পারফর্ম্যান্স দেখুন। সেখানেই বিরাট দারুণ টিম পায় বলেই
টেস্ট, ওডিআই ও টি-২০ ম্যাচ জিতছে। কিন্তু আরসিবি দলের অধিনায়ক হিসেবে কোহলি ভালো দল পায় না বলেই সফল হতে পারে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিরাট ভালো দল পেলে অবশ্যই অধিনায়ক হিসেবে ভালো ফল করে দেখাতে পারবে।'

ম্যানেজমেন্টেকে কী পরামর্শ সেহওয়াগের
সঙ্গে আরসিবি ম্যানেজমেন্টের জন্যে পরামর্শ দিয়ে সেওয়াগ আরও বলেন, 'কোহলিকে সরানো নিয়ে না ভেবে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলগঠনে জোর দেওয়া উচিত।'

আইপিএল ২০২০তে অধিনায়ক কোহলির পারফর্ম্যান্স
আইপিএল ২০২০তে লিগ পর্বে বিরাটের অধিনায়কত্বে আরসিবি ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্টে পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে লিগ শেষ করে। লিগ পর্বে শেষ চার ম্যাচে বিরাট দলকে জেতাতে ব্যর্থ। এরপর এলিমিনেটরে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ হেরে কোহলি অ্যান্ড কোম্পানি আইপিএল ২০২০ থেকে বিদায় নেয়।
আইপিএল ২০২০-এর বেগুনি টুপির লড়াইয়ে কি বুমরাহকে টপকে যেতে পারবেন রাবাডা?