রাষ্ট্রপতি নির্বাচনে বাইডেনের জয় ঘোষণা হতেই শুভেচ্ছা জানিয়ে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মার্কিন রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী তথা বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন বাইডেন। ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। এই উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অসাধারণ জয়ের জন্য বাইডেনকে অনেক অভিনন্দন। উপরাষ্ট্রপতি হিসেবে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করতে আপনি অভাবনীয় অবদান রেখেছেন। এবারও আমি চাইব আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে।
এদিন জো বাইডেনের জেতার খবর প্রকাশে আসার পর থেকেই ওয়াশিংটনের রাস্তায় বহু মানুষ বেরিয়ে উৎসবে মেতেছেন। এদিকে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাও বাইডেনের এই জয়কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করে অভিনন্দন জানিয়েছেন।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ২৭০টির বেশি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন বাইডেন। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে তিনি এবছর যত ভোট পেয়েছেন তা এর আগে কোনও রাষ্ট্রপতি পাননি। একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের একটা চ্যালেঞ্জ রয়েছে, একই সঙ্গে বর্তমান অর্থনৈতিক অবস্থায় সুদিন ফিরিয়ে আনা এবং দেশের মধ্যে ভেদাভেদ প্রথার যে অস্থিরতা তৈরি হয়েছে সেটাকেও সামাল দেওয়ার একটা বড় গুরুদায়িত্ব বাইডেনের উপর এসে পড়বে।
জো বাইডেনের পাশাপাশি ইতিহাস তৈরি করে উপরাষ্ট্রপতি পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং একইসঙ্গে প্রথম এশীয় আমেরিকান হিসেবে তিনি এই পদে আসীন হতে চলেছেন।
পেনসিলভেনিয়ায় জয় নিশ্চিত হওয়ার পরই রাষ্ট্রপতি পদে নিজের নামের পাশে সিলমোহর জুটিয়ে ফেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আগামী চার বছর তিনি রাষ্ট্রপতির পদ অলংকৃত করতে চলেছেন।