• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পরপর ৫ দিন রাজ্যে করোনা সংক্রমণ কমছে! কলকাতা, উত্তর ২৪ পরগনার পর মৃত্যুর সংখ্যা বেশি হাওড়া, নদিয়ায়

বুধবার ৩৯৮৭, বৃহস্পতিবার ৩৯৪৮, শুক্রবার ৩৯৪২, শনিবার ৩৯২৮, রবিবার ৩৯২০। এইভাবেই রাজ্যে (West bengal) করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েও তার নিচে গিয়ে কমছে। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪,৩৮৩ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৮৯.৪৬%, সেখানে রবিবার সুস্থতার হার ৮৯.৬৭%।

পিকের 'সিদ্ধান্ত'কে চ্যালেঞ্জ! মিহির, শীলভদ্রের পর এবার বিস্ফোরক সিঙ্গুরের মাস্টারমশাই

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ০৫, ৩১৪

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ০৫, ৩১৪

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৯২০ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ০৫, ৩১৪ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৪, ৫৬৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩, ৬৩, ৪৫৪ জন। গত ২৪ ঘন্টায় ৪,৩৮৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৭০৫), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় (৬৬৭)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা( ৩৭৪)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৮১৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৬, কোচবিহারে ৮১, দার্জিলিং ১২৪, কালিম্পং ১২, জলপাইগুড়ি ৮৬, উত্তর দিনাজপুরে ৪৬, দক্ষিণ দিনাজপুরে ৫৬, মালদহে ৬৩, মুর্শিদাবাদে ১৩৯, নদিয়া ১৯১, বীরভূম ৬৫, পুরুলিয়া ৫৪, বাঁকুড়ায় ৭০, ঝাড়গ্রাম ৩১, পশ্চিম মেদিনীপুরে ১৯৪, পূর্ব মেদিনীপুরে ১৩৭, পূর্ব বর্ধমানে ৮৫, পশ্চিম বর্ধমানে ১১৮, হাওড়া ২৫৪, হুগলিতে ২৩৪, উত্তর ২৪ পরগনায় ৭৯৬, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৫ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

শনিবারের তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৮৯.৪৬%। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.৬৭%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯২.৪৯ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৮%-এ।

মৃত্যু হয়েছে ৫৯ জনের

মৃত্যু হয়েছে ৫৯ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৫৮ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৭২৯৪-তে।

কলকাতায় মৃত্যু ২৩২৩ জনের

কলকাতায় মৃত্যু ২৩২৩ জনের

এদিন যে ৫৯ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৬ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৩২৩ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৬৮৩ জনের। এদিন সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৭৮০ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ১০ ও ২ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ায় ১০ এবং নদিয়ায় ৭ জনের মৃত্যু হয়েছে।

পূর্ব মেদিনীপুর : বাংলায় ভোট এবার রক্ত ঘামের বিনিময়ে জিতব মন্তব্য দিলীপ ঘোষের

English summary
More people are infected with Coronavirus on eighth November in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X