বুধবার থেকেই সাধারণ মানুষের জন্য চালু হচ্ছে রেল পরিষেবা
বুধবার থেকেই সাধারণ মানুষের জন্য চালু হচ্ছে রেল পরিষেবা। তার আগেই নিত্য যাত্রীদের জন্য মেয়াদ উত্তীর্ণ মান্থলির মেয়াদ নিয়ে সুখবর শোনালো রেল। রেল সূত্রে জানা গিয়েছে, যে সময় ট্রেন বন্ধ ছিল, সেই সময়টা মান্থলির মেয়াদে ধরা হবে না। বুধবার থেকে ট্রেন চালু হলে, সংশ্লিষ্ট সিজন টিকিটের মেয়াদ যোগ করে তা বাড়িয়ে দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের তরফে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে। রেল জানিয়েছে, কারও সিজন টিকিটের মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। অথচ ২১ তারিখের পর তিনি ট্রেনে যাতায়াতের সুযোগ পাননি। সেক্ষেত্রে আগামী ১১ নভেম্বর থেকে ট্রেন চালু হলে পরবর্তী ১০ দিন ওই মান্থলি দেখিয়েই তিনি যাতায়াত করতে পারবেন।
অবশ্য রেলের যে কাউন্টার থেকে ওই টিকিট কাটা হয়েছিল সেখানে গিয়েই প্রয়োজনীয় সংশোধন করতে হবে। যাত্রীরা যাতে ওই টিকিট সংশোধন করতে পারেন তার জন্য আগামী সোমবার থেকেই সব কাউন্টার খুলে দেওয়া হচ্ছে। তাতে প্রাথমিক ভাবে ভিড়ের সম্ভাবনা কিছুটা হলেও কাটবে। সোমবার সকাল ৮টা থেকেই পূর্ব ও দক্ষিন-পূর্ব রেলের সব স্টেশনের সব কাউন্টারেই এই সুবিধা পাওয়া যাবে। তবে সংশোধন না করা টিকিট বৈধ বলে গণ্য হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে।
একই সঙ্গে রেল কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিয়েছে যে আগামী ১১ তারিখ মানে বুধবার থেকে মিলবে রোজকার টিকিটও। এর জন্য নতুন কোনও নিয়ম পালন করতে হবে না নিত্যযাত্রীদের। সেই সঙ্গে ওই দিন থেকেই নতুন মান্থলি টিকিটও কাটা যাবে।