• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাংলায় ২০২১-এর যুদ্ধ জয়ে কাদের টার্গেট করেছেন অমিত শাহ! দায়িত্ব বোঝালেন দিলীপ

বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছেন অমিত শাহ। তাই ২০২১-এর আগে প্রচারের প্রারম্ভিক লগ্নেই টার্গেট তৈরি করে দিয়ে গেলেন। শুধু খত আসন টার্গেট হবে তা নয়, লক্ষ্যপূরণে কাদের টার্গে করতে হবে, তাও বাতলে দিলেন বিজেপির চাণক্য। মুকুল-দিলীপ-রাহুল-কৈলাশদের সামনেই তিনি জানালেন কারা এবার লক্ষ্যভেদ করবেন!

বাংলার যুব সমাজকে টার্গেট অমিত শাহের

বাংলার যুব সমাজকে টার্গেট অমিত শাহের

বাংলায় বিজেপির মুখ বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী খোঁজার থেকে অমিত শাহ আগে জয়ের রাস্তা পরিষ্কার করতেই বেশি মনোযোগী হলেন। তাই তিনি এবার টার্গেট করলেন বাংলার যুব সমাজকে। বাংলায় ১৮ থেকে ৩১ বছর বয়সী তরুণদের নিজেদের দেল টানতে উদ্যোগী হলেন। বাংলার ভোটের দায়িত্বও কোনও একজনের হাতে তুলে না দিয়ে গোটা টিমকেই যুব-ভোটার নিশ্চিত করতে বললেন।

কোন পথে আসবে জয়, চূড়ান্ত করে দিলেন শাহ

কোন পথে আসবে জয়, চূড়ান্ত করে দিলেন শাহ

বাংলায় তো ২০০ আসন জয়ের টার্গেট খাঁড়া করেছেন, কিন্তু কোন পথে আসবে জয়, তা চূড়ান্ত করে তিনি মুকুল রায় ও দিলীপ ঘোষদের নির্দেশ দিলেন। সেইমতো নভেম্বরের মধ্যে সমস্ত ব্লকে এবং ডিসেম্বরের মধ্যে সমস্ত পঞ্চায়েতে জনসংযোগ করতে হবে। সেই নির্দেশ পেয়ে বঙ্গ বিজেপির নেতা-নেত্রী এবং সাংসদদের যে যাঁর দায়িত্বমতো কাজে নেমে পড়তে বলেছেন।

৬৩ হাজার বুথে সংগঠন বৃদ্ধিতে নজর শাহের

৬৩ হাজার বুথে সংগঠন বৃদ্ধিতে নজর শাহের

দিলীপ ঘোষ বলেন, অমিতজি আমাদের এক হয়ে লড়ার বার্তা দিয়ে গিয়েছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। ৬৩ হাজার বুথে আমরা অমিতজির ভার্চুয়াল সভা শুনিয়েছি। রাজ্যের অনেক বুথে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথে আমাদর সংগঠন দুর্বল। আমরা তা মেরামত করার কাজ শুরু করে দিয়েছি। এবার পরিবর্তন হবেই।

যুব মোর্চা বুথ পিছু ১১ জন যুব সদস্য সংগ্রহ করবে

যুব মোর্চা বুথ পিছু ১১ জন যুব সদস্য সংগ্রহ করবে

দিলীপ ঘোষ আরও জানান, অমিত শাহজি নির্দেশ দেওয়ার পর সমস্ত মোর্চাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে যুব মোর্চা বুথ পিছু ১১ জন যুব সদস্য সংগ্রহ করবে। তাঁরা নতুন ভোটার হওয়া তরুণ-তরুণীদের মধ্যে সংগঠন গড়ে তুলবে। ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন থেকে যুব মোর্চা টানা কর্মসূচি নিয়েছে।

বিজেপি নতুন ভোটারদের টার্গেট করতে চাইছে

বিজেপি নতুন ভোটারদের টার্গেট করতে চাইছে

এই উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিরাট যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশের নাম দেওয়া হয়েছে নেতাজি ও স্বামীজি যুব যোদ্ধা সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে বিজেপি নতুন ভোটারদের টার্গেট করতে চাইছে। সেই কারণেই যুব সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীকে ওই সমাবেশে আমন্ত্রণ জানানোর কথা চলছে।

আর মাত্র ৫ মাস! সবার আগে বুথ কমিটি গড়তে হবে

আর মাত্র ৫ মাস! সবার আগে বুথ কমিটি গড়তে হবে

বাংলায় ভোট হবে সম্ভবত এপ্রিল-মে মাসে। অর্থাৎ হাতে সাকুল্যে আর পাঁচ মাস। এই পাঁচ মাসের মধ্যে বাংলার প্রতিটি বুথে কমিটি গড়তে হবে। যুব সদস্য সংগ্রহ করতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ার ভরসায় না থেকে অমিত শাহ বিজেপির বঙ্গ নেতৃত্বকে বুথমুখী হওয়ার বার্তা দিলেন। অমিত শাহ মুকুল-দিলীপদের সাফ বলে দিয়েছেন, বুথ সংগঠনে শক্তিশালী না হলে জেতা মুশকিল হবে। আবার ক্ষমতায় এলেও তা ধরে রাখা যাবে না। তাই বুথ সংগঠন বাড়াতে হবে। তার জন্য সবার আগে বুথ কমিটি গড়তে হবে।

শুভেন্দুর প্রধান বাধা প্রশান্ত কিশোর! একুশের বিধানসভার আগে প্রমাদ গুণছে তৃণমূল

English summary
Amit Shah gives targets to Mukul Roy and Dilip Ghosh to win 2021 Assembly Election in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X