দীপাবলির আগেই রঙ্গোলিতে সাজল থুলাসেন্দ্রাপুরম, কমলার জয়ের আনন্দে মাতোয়ারা গ্রামবাসীরা
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। মাঝরাত থেকেই উল্লাস শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রামে। এই গ্রামেরই মেয়ে কমলার মা শ্যামলা গোপালন। তামিলনাড়ুর থিরুভারু জেলা তাই আজ থেকেই দীপাবলি উৎসব শুরু হয়ে গিয়েছে। ভোরে গ্রামের মেয়েরা বাড়ির সামবে রঙ্গোলি দিয়ে সাজিয়ে ফেলেছেন। তাতে লেখা হয়েছে কমলার সাফল্যের জন্য আমরা গর্বিত।

কমলা হ্যারিসের জয়
আমেরিকার ইতিহাসে অঘটন ঘটিয়ে দিয়েছেন কমলা হ্যারিস। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন তাও আবার ভারতীয় বংশোদ্ভুত মহিলা। তাঁকে ঘিরে নতুন উন্মাদনায় ফুটছে আমেরিকা। প্রথম ভাষণেই কমলা আমেরিকার নারীদের উজ্জিবিত করেছেন। তিনি বলেছেন দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হলেও দেশ শেষ মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকতে চান না তিনি।

উচ্ছ্বসিত কমলার মামা
কমলার জন্ম ভারতে না হলেও তাঁর নাড়ির টান রয়েছে ভারতে। মা শ্যামলা গোপালন তামিলনাড়ুর এই গ্রামেরই বাসিন্দা। মা জীবিত না থাকলেও মামার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন কমলা। ভোটের ফলাফল প্রকাশের সঙ্গেও মামার সঙ্গে কথা বলেেছন তিনি। দিল্লিতে কমলার জয়ের পর উচ্ছ্বসিত তাঁর মামা জানিয়েছেন ওয়াশিংটনে কমলার শপথের সময়ে থাকবেন তিনি।

সাজছে থুলাসেন্দ্রাপুরম
দীপাবলির আগেই উৎসব শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরমের। সকাল থেকে সেই রঙ্গোলি দিয়ে সেজে উঠেছে গ্রামের সব বাড়ির উঠোন। কমলার মা শ্যামলা গোপালন এই গ্রামেরই মেয়ে ছিলেন। তাঁর মেয়ের সাফল্যেও সমানভাবে উচ্ছ্বসিত পরিবার। মায়ের সঙ্গে বেশ কয়েকবার এই গ্রামে এসেছিলেন কমলা। ২০১৪ সালেই এই গ্রামের মন্দিরের জন্য অনুদান পাঠিয়েছিলেন কমলা।

মা-কে স্মরণ কমলার
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথম ভাষণেই মাকে স্মরণ করেছেন কমলা । তিনি বলেছে, মায়ের কাছ থেকেই লড়াইয়ের অদম্য জেদ তিনি পেয়েছেন। পেয়েছেন মনের জোর। মা ভারতীয় হলেও কমলার বাবা ছিলেন জ্যামাইকান। খাঁটি মার্কিনি বলতে কোনও সূত্রই নেই কমলার। সেকারণেই কমলার এই জয় বিশেষ তাৎপর্য রাখে আমেরিকায়।
'ভোটের ফল মেনে নিন, পরাজয় স্বীকার করুন’, ট্রাম্পকে বার্তা জামাই জারেড কুশনারের