• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দিল্লির বিরুদ্ধে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে কি খেলবেন ঋদ্ধি? চোট কতটা গুরুতর

যবে থেকে ঋদ্ধিমান সাহা সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে অন্তর্ভূক্ত হয়েছেন, তবে থেকেই দলের পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাঁর ওপেনিং জুটিতে ভর করে একের পর এক ম্যাচ জিতে চলেছে কমলা বাহিনী। সেই ক্রিকেটারকেই যখন চোটের কারণে প্রথম একাদশের বাইরে বসে থাকতে হয়, তখন তা দলের কাছে বড় ধাক্কা বলে মনে হয়। ঋদ্ধিমানের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদ গত ম্যাচ জিতলেও ওপেনিং স্লটে যে তাঁকে ভীষণভাবে দরকার, তা বুঝে গিয়েছেন ওয়ার্নাররা। আজকের ম্যাচে দলের প্রথম একাদশে দেখা যাবে কি পাপালিকে।

ঋদ্ধির চোট কতটা গুরুতর

ঋদ্ধির চোট কতটা গুরুতর

সানরাইজার্স হায়দরাবাদদের তরফে জানানো হয়েছে ঋদ্ধিমান সাহার চোট গুরুতর। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, দুই পায়েই চোট রয়েছে বাংলার উইকেটরক্ষকের। এই পরিস্থিতিতে ঋদ্ধিকে মাঠে না নামার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

খেলবেন কি ঋদ্ধি

খেলবেন কি ঋদ্ধি

সানরাইজার্স হায়দরাবাদ সূত্রে খবর, অস্ট্রেলিয় সফরের আগে কোনও বেহিসেবি ঝুঁকি নিতে চান না ঋদ্ধিমান সাহা। ফলে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে হয়তো খেলছেন না তিনি। আজ জিতলে ফাইনালেও ঋদ্ধির দলে ফেরার সম্ভাবনা কম বলেই জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

ঋদ্ধির পরিবর্তে কে

ঋদ্ধির পরিবর্তে কে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর এলিমিনেটরে ঋদ্ধিমান সাহার পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন বাংলারই শ্রীবৎস গোস্বামী। যদিও ওপেন করতে নেমে তিনি রানের খাতা খুলতে পারেননি। তা সত্ত্বেও ঋদ্ধির পরিবর্তে আজ তাঁকেই খেলাতে চলেছে হায়দরাবাদ।

চলতি আইপিএলে ঋদ্ধির কেরামতি

চলতি আইপিএলে ঋদ্ধির কেরামতি

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান সাহা। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৭১.৩৩-এর গড়ে ২১৪ রান করেছেন বাংলার উইকেটরক্ষক। দুটি অর্ধশতরান এসেছে ঋদ্ধির ব্যাট থেকে। লিগ স্তরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন পাপালি। উইকেটের পিছনে দাঁড়িয়ে দুটি ক্যাচ ধরার পাশাপাশি এক জন ব্যাটসম্যান স্ট্যাম্প করেছে ঋদ্ধিমান।

দিল্লি বনাম হায়দরাবাদ, প্লে-অফে মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী

English summary
Is Wriddhiman Saha available for IPL 2020 eliminator against Delhi Capitals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X