আইপিএল ২০২০-তে পারফরম্যান্সে এগিয়ে কোন উইকেটরক্ষক, কোথায় রয়েছেন ঋদ্ধি?
আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তারই ফাঁকে চলতি টুর্নামেন্টে উইকেটরক্ষকদের পারফরম্যান্সে নজর ফেরানো যাক। সে নিরিখে কোথায় অবস্থান করছেন ঋদ্ধিমান সাহা, তাও জেনে নেওয়া যাক।

কেএল রাহুল
পারফরম্যান্সের নিরিখে সবার আগে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক তথা উইকেটরক্ষক কেএল রাহুল। উইকেটের পিছনে দাঁড়িয়ে ১০টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬৭০ রান করেছেন কর্নাটকী।

কুইন্টন ডি কক
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক তথা ওপেনার কুইন্টন ডি কক। উইকেটের পিছনে দাঁড়িয়ে ১৬টি ক্যাচ নেওয়ার পাশাপাশি চার জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন প্রোটিয়া ক্রিকেটার। আবার ব্যাট হাতে ৪৮৩ রান করেছেন তিনি।

এবি ডিভিলিয়ার্স
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৪৫৪ রান করেছেন এবি ডিভিলিয়ার্স। আরসিবি-র জার্সিতে উইকেটের পিছনে দাঁড়িয়ে ১০টি ক্যাচ নেওয়ার পাশাপাশি এক জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন এবিডি।

ঋষভ পন্থ
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে উইকেটেপ পিছনে দাঁড়িয়ে ১২টি ক্যাচ নিয়েছেন ঋষভ পন্থ। ২৮৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

দীনেশ কার্তিক
কেকেআরের জার্সিতে আইপিএল ২০২০-তে ২০০ রান করেছেন দীনেশ কার্তিক। উইকেটের পিছনে দাঁড়িয়ে ১৫টি ক্যাচ নেওয়ার পাশাপাশি এক জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন ডিকে।

ঋদ্ধিমান সাহা
আইপিএ ২০২০-তে মাত্র চার ম্যাচ খেলা ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে ২১৪ রান এসেছে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে উইকেটের পিছনে দাঁড়িয়ে দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি এক জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন ঋদ্ধি।

এমএস ধোনি
তালিকার সবচেয়ে নিচে রয়েছেন কিংবদন্তি এমএস ধোনি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১৬৯ রান করার পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে ৯টি ক্যাচ নিয়েছেন মাহি।
ঋদ্ধি বনাম ঋষভ, আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারের অন্যতম আকর্ষণ