৮৫ লক্ষ পেরোল করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ল সুস্থতার সংখ্যা, অ্যাক্টিভ রোগীর সংখ্যায় পতন
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৮৫ লক্ষের গণ্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৪৫,৬৭৪ জন। যার জেরে দেশের মোট করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছে ৮৫,০৭,৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৫৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৬,১২১। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে দেশে।

৮৫ লক্ষ পেরোল করোনা সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫,৬৭৪ জন। যার জেরে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫,০৭,৭৫৮ জন। নতুন করে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১,২৬,১২১ জন। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। তবে আগের থেকে অপেক্ষাত কম। গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভো রোগীর সংখ্যা ৩,৯৬৭ জন কমেছে।

বাড়ল সুস্থতার সংখ্যা
দেশের করোনা ভাইরাসে সুস্থতার সংখ্যাও ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সুস্থতার সংখ্যা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯,০৮২ জন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৭৮,৬৮,৯৭৮ জন। গতকাল পর্যন্ত দেশে ১১,৭৭,৩৬,৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধু মাত্র গতকাল ১১, ৯৪,৪৪৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে বলে দাবি মোদী সরকারের।

জানুয়ারিতেই ভ্যাকসিন
করোনা সংক্রমণ শীতকালে আরও বাড়বে এমনই আশঙ্কা করা হচ্ছে। গবেষকদের এই আশঙ্কার মধ্যেই আশার কথা শুনিয়েছে সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। তিনি দাবি করেছেন নিয়ন্ত্রক সংস্থা গুলি অনুমোদন দিলেই জানুয়ারি মাসের মধ্যেই দেশে করোনা ভ্যাকসিন চলে আসবে বলে দাবি করেছেন। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিডশিল্ড ভারতে আসবে বলে জানা গিয়েছে।

দূষণ ভাবাচ্ছে দিল্লিকে
করোনা ভাইরাসের সংক্রমণে দিল্লিতে দূষণ মারাত্মক আকার নিতে পারে। তাতে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দিল্লিতে ইতিমধ্যেই করোনা ভাইরাসের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।