• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০ থেকে উঠে এল সেরা পাঁচ প্রতিশ্রুতিমান বোলার, দেখে নিন তালিকা

  • |

দরজায় কড়া নাড়ছে আইপিএল ২০২০ ফাইনাল। মঙ্গলবার মেগা ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। আজ আবুধাবিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের সানরাইজার্স বনাম দিল্লি ম্যাচের জয়ী দল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। একনজরে লিগে আনক্যাপ সেরা বেলাার কারা দেখে নেওয়া যাক।

সানরাইজার্সের নটরাজন

সানরাইজার্সের নটরাজন

আইপিএল কেরিয়ারের দ্বিতীয় মরসুমে বল হাতে আগুনে পারফর্ম্যান্স টি নটরাজনের। বাঁ-হাতি এই পেসার সানরাইজার্সের হয়ে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন। এলিমিনেটরে এবি ডিভিলিয়ার্সকে করা ইয়র্কার এখনও পর্যন্ত তাঁর ইয়র্কারগুলির মধ্যে সেরা। আইপিএল ২০২০তে সানরাইজার্সের এই পেসার ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।

বিশ্বকাপের জন্যে ভারতীয় দলে নেই বাঁ-হাতি পেসার

বিশ্বকাপের জন্যে ভারতীয় দলে নেই বাঁ-হাতি পেসার

সামনেই ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের আসর রয়েছে। বিশ্বকাপের জন্য সম্ভাব্য ভারতীয় দলে উচ্চ মানের বাঁ-হাতি পেসারের অভাব রয়েছে। ইতিমধ্যে ভালো বোলিং করার সুবাদে নির্বাচক ও ভারত অধিনায়কদের সুনজরে পড়েছেন নটরাজন। ফলে আগামী দিনে দেশের জার্সিতে খেলে বিশ্বকাপ মঞ্চেও সুযোগ করে নিতে পারেন এই পেসার।

রাজস্থানের কার্তিক ত্যাগী

রাজস্থানের কার্তিক ত্যাগী

আইপিএল ২০২০তে অভিষেক মরসুমের নজর কেড়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা কার্তিক ত্যাগী। দেশের জার্সিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে খেলা কার্তিক ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারেন কার্তিক।

কেকেআরের শিবম মাভি

কেকেআরের শিবম মাভি

কেকেআর জার্সিতে অতীত সুযোগ পেলেও চোট আঘাতের কারণে হারিয়ে গিয়েছিলেন। এবছর অবশ্য বল হাতে ভালো পারফর্ম্যান্সে নজর কাড়লেন ২০১৮ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী পেসার। ৮ ম্যাচে মাভি ৯ উইকেট নিয়েছেন।

কেকেআরের কমলেশ নাগারকটি

কেকেআরের কমলেশ নাগারকটি

কেকেআরের জার্সিতে অভিষেক মরসুমে নজর কাড়লেন দেশের জার্সিতে ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা কমলেশ নাগারকটি। ১০ ম্যাচে খেলে নাগারকটি ৫টি উইকেট নিয়েছেন। কুড়ি বছরের তরুণ এই পেসার ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারেন।

পাঞ্জাবের রবি বিষ্ণোই

পাঞ্জাবের রবি বিষ্ণোই

২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কাড়া রবি বিষ্ণোইয়ের এটি প্রথম আইপিএল। কোটি টাকার টুর্নামেন্টের প্রথম মরসুমে তরুণ স্পিনার ১৪ ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন।

আইপিএল ২০২০-র সেরা ১১ ক্রিকেটারে জায়গা নেই বিরাটের, কেকেআর থেকে কেউ কি জায়গা পেলেন

English summary
Ipl 2020: 5 young bowlers who could impress for India in Future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X