মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : ট্রেইলব্লেজার্সকে হারিয়ে তাদেরই বিরুদ্ধে ফাইনালে সুপারনোভাস
ট্রেইলব্লেজার্সকে ২ রানে হারিয়ে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০-এর ফাইনালে পৌঁছে গেল সুপারনোভাস। ফাইনালে পরাজিত স্মৃতি মান্ধানা শিবিরের বিরুদ্ধেই মোকাবিলায় নামবে হরমনপ্রীতের দল। শনিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হন ক্রিকেট প্রেমীরা। শেষ ওভারের যুদ্ধে শেষ হাসি হাসেন রাধা যাদবরা।

মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০-এর ডু অর ডাই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুপারনোভাস। ওপেন করতে নেমে শুরুটা দারুণ করেন প্রিয়া পুনিয়া ও চামারি আত্তাপাত্তু। তাঁদের মধ্যে ৮৯ রানের পার্টনারশিপ হয়। ৩০ করে আউট হন প্রিয়া। ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন আত্তাপাত্তু। ৩১ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে সুপারনোভাস। ট্রেইলব্লেজার্সের হয়ে একটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী, সালমা খাতুন ও হার্লিন দেওল।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই হয় ট্রেইলব্লেজার্সের। ওপেনার দীনেন্দ্র ডোটিন ও স্মৃতি মান্ধানার মধ্যে ৪৪ রানের পার্টনারশিপ হয়। ২৭ রান করেন ডোটিন। ৩৩ রান করেন মান্ধানা। ৪০ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন দীপ্তি শর্মা। ১৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন শার্লিন দেওল। যদিও ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি ট্রেইলব্লেজার্স।
সুপারনোভাসের হয়ে ২টি করে উইকেট নেন রাধা যাদব ও সাকিরা সেলম্যান। এক উইকেট নেন অনুজা পাটিল। এই জয়ের ফলে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে পৌঁছেছেন হরমনপ্রীত কৌররা। ফাইনালে এই দুই দলই মুখোমুখি হবে। প্রতিযোগিতা থেকে ছিটকে গেল মিতালী রাজের ভেলোসিটি।