• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে স্টইনিসকে ওপেনে নামিয়ে কামাল দিল্লির

ব্যাট হাতে একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়া ওপেনার পৃথ্বী শ-কে আইপিএল ২০২০-র দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম একাদশের বাইরে রাখে দিল্লি ক্যাপিটালস। পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শিখর ধাওয়ানের সঙ্গে ইন-ফর্ম মার্কাস স্টইনিসকে ইনিংস শুরু করতে পাঠিয়ে ফাটকা খেলেন শ্রেয়স আইয়াররা। সেই পরিকল্পনা পুরোপুরি খেটে যায়। ঝড়ের গতিতে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালসকে শক্তি ভিতের ওপর দাঁড় করান স্টইনিস।

আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে স্টইনিসকে ওপেনে নামিয়ে কামাল দিল্লির

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। খানিকটা অবাক করেই অস্ট্রেলিয় অল-রাউন্ডার মার্কাস স্টইনিসকে ইনিংস শুরু করতে পাঠিয়ে দেন শ্রেয়স আইয়ার। প্রথম দুই ওভার দেখে হাত খুলতে শুরু করেন অজি ক্রিকেটার। সানরাইজার্সের ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডারের এক ওভার থেকে ১৮ রান নেন স্টইনিস। বড় হিট নেন পেসার সন্দীপ শর্মার ওভারেও।

ডু অর ডাই ম্যাচে শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে প্রথম উইকেটে ৮৬ রান তোলেন মার্কাস স্টইনিস। ২৭ বলে ৩৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ খানের বলে বোল্ড হন অজি অল-রাউন্ডার। পাঁচটি চার ও একটি লম্বা ছক্কা আসে স্টইনিসের ব্যাট থেকে। যদিও সন্দীপ শর্মার বলে অজি ক্রিকেটারের ক্যাচ ফেলে দেন জেসন হোল্ডার। এরপরই আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন মার্কাস।

দুর্দান্ত ছন্দে থাকা মার্কাস স্টইনিস চলতি আইপিএলে ১৬ ম্যাচ খেলে ৩৫২ রান করেছেন। তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে স্টইনিসের সর্বোচ্চ স্কোর ৬৫। চলতি আইপিএলে ৯টি উইকেটও এসেছে অজি ক্রিকেটারের ব্যাট থেকে।

English summary
IPL 2020 : Delhi Capitals plan to start innings with Marcus Stoinis is successful
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X