আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে দিল্লি ও হায়দরাবাদ
আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বিলক্ষণ জানেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচে শেষ হাসি কে হাসবে, সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক চলতি টুর্নামেন্টে দুই দলের জার্সিতে সেরা পারফরম্যান্স করেছেন, তাঁদের চিনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি রান
আইপিএলে এখনও পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর ব্যাট থেকে এসেছে মূল্যবান ৫৪৬ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৫। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চলতি আইপিএলে সর্বাধিক ৫২৫ রান করেছেন শিখর ধাওয়ান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৬।

সবচেয়ে বেশি উইকেট
আইপিএল ২০২০-তে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। ১৫ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চলতি আইপিএলে ১৫ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন রশিদ খান।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান
চলতি আইপিএলের এক ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন শিখর ধাওয়ান। অপরাজিত ১০৬ এসেছে তাঁর ব্যাট থেকে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চলতি আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি ৯৭ রান করেছেন জনি বেয়ারস্টো।

এক ম্যাচে সেরা স্পেল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান।