• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ কমিটিতে নির্বাচিত পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া বিদিশা মৈত্র

ভারতীয় কূটনীতিবিদ বিদিশা মৈত্র রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ অ্যাডভাইজরি কমিটিতে স্থান করে নিলেন। এদিন রাষ্ট্রসংঘের অ্যাডভিজরি কমিটি অন অ্যাডমিনসট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোয়েশ্চনস-এ নির্বাচিত হন তিনি। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এই আসনের জন্যে ইরাকও প্রতিদ্বন্দ্বিতা করছিল।

১২৬টি দেশের সমর্থনে নির্বাচিত হন বিদিশা

১২৬টি দেশের সমর্থনে নির্বাচিত হন বিদিশা

খুব কঠোর প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়েও শেষ পর্যন্ত রাষ্ট্রসংঘের ১২৬টি দেশের সমর্থনে বিদিশা রাষ্ট্রসংঘের এই অতি গুরুত্বপূর্ণ কমিটিতে নির্বাচিত হন ভারতের পক্ষ থেকে। ইরাকের পক্ষ থেকে তাঁর প্রতিপক্ষ হিসাবে দাঁড়ানো প্রার্থী ৬৪টি ভোট পান। তবে তা যথেষ্ট ছিল না।

রাষ্ট্রসংঘের বাজেট নির্ধারণ সংক্রান্ত এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ

রাষ্ট্রসংঘের বাজেট নির্ধারণ সংক্রান্ত এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ

ভারতের পক্ষ থেকে রাষ্ট্রসংঘে নিযুক্ত পারমানেন্ট মিশন টিএস তিরুমূর্তি বিদিশার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রসংঘের অ্যাডভিজরি কমিটি অন অ্যাডমিনসট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোয়েশ্চনস-এর সদস্য় হিসাবে ভারত ১৯৪৬ সাল থেকেই রয়েছে। রাষ্ট্রসংঘের বাজেট নির্ধারণ সংক্রান্ত এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ, তা বলা বাহুল্য।

পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন বিদিশা

পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন বিদিশা

এর আগে পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া ভাষায় জবাব দিয়ে সবার নজরে এসেছিলেন বিদিশা মৈত্র। গত বছর সেপ্টেম্বরে ৫০ মিনিটের বক্তৃতা রাখেন বিদিশে। সেখানে পাকিস্তানের উদ্দেশে ছুঁড়ে দেওয়া তাঁর পাঁচটি প্রশ্নতেই মুখোশ খুলে যায় পাকিস্তানের দ্বিচারিতার।

কে এই বিদিশা মিত্র?

কে এই বিদিশা মিত্র?

ইন্ডিয়ান ফরেন সার্ভিস-এর ২০০৯ ব্যাচের ক্যাডার বিদিশা মৈত্র। সারা দেশের মধ্যে ৩৯ র‌্যাঙ্ক করেছিলেন তিনি। ২০০৯-এ বিদেশ মন্ত্রকের 'বেস্ট অফিসার ট্রেনি' হিসেবে গোল্ড মেডেল পান। এরপরই রাষ্ট্রসংঘে ভারতের কনিষ্ঠতম সদস্য হিসাবে নিযুক্ত হন বিদিশা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত কোন বিষয়গুলি উত্থাপন করবে তা নির্ধারণের দায়িত্বে রয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে উৎখাত করার হুঁশিয়ারি টিম বাইডেনের

English summary
India's Vidisha Maitra elected to UN’s Advisory Committee on Administrative and Budgetary Questions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X