For Quick Alerts
For Daily Alerts
কোন সমীকরণে বিহার মাতালেন তেজস্বী? বুথ ফেরত সমীক্ষায় কী বলছেন ভোটাররা
কোন ইস্যুর প্রেক্ষিতে এবার বিহার নির্বাচনে ভোট দিয়েছেন বিহারের জনগণ? প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই দেখা গিয়েছে যে বিহারে তেজস্বী যাদব বিহারে সরকার গঠন করতে চলেছেন। এই পরিস্থিতিতে কোনও ইস্যুর উপর ভিত্তি করে তেজস্বীকে ভোট দিলেন বিহারের জনগণ? কোন ইস্যুকে পাখির চোখ করে বাজিমাত করতে সমর্থ হলেন তেজস্বী?
