১৫ বছর পর ফের বিহারে 'যাদব' সরকার? নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় মিলল কোন ইঙ্গিত
বিহারে বিধানসভা নির্বাচন সম্পন্ন হতেই একটাই প্রশ্ন। নির্বাচনে জিতে এবার ক্ষমতায় আসছেন কে? শনিবার তৃতীয় দফার ভোট শেষে এই প্রশ্নের স্পষ্ট ইঙ্গিত মিলল টিভি-৯ ভারতবর্ষের সমীক্ষায়। নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোটকে এবার কড়া টক্কর দিয়ে ক্ষমতায় আসতে পারে তেজস্বী যাদবের নেতৃ্ত্বাধীন কংগ্রেস-আরজেডির মহাজোট। টিভি-৯ ভারতবর্ষের এমনই আভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষায়।

বিহারে কট্টর লড়াইয়ের ইঙ্গিত
টিভি-৯ ভারতবর্ষের বুথে ফেরত সমীক্ষায় বিহারে কট্টর লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। এনডিএ ও ইউপিএ যে কারও ঝুলিতে যেতে পারে বিহারের ক্ষমতার চাবিকাঠি। সমীক্ষায় আভাস বিহারে বিজেপি-জেডিইউয়ের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে সর্বনিম্ন ১১০টি আসন। সর্বোচ্চ ১২০টি আসন পেতে পারে তারা। অর্থাৎ খুব ভালো রেজাল্ট করলেও নীতীশ কুমার ফের ক্ষমতায় ফিরতে পারেন না।

বুথে ফেরত সমীক্ষায় কত মার্কস পেলেন তেজস্বী
টিভি-৯ ভারতবর্ষের বুথে ফেরত সমীক্ষায় তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডি-বাম জোট এবার বিহারে চমক দিতে পারে। তারা খুব খারাপ ফল করলে পেতে পারে ১১৫টি আসন। সর্বোচ্চ পেতে পারে ১২৫টি আসন। সেক্ষেত্রে এবার নীতীশের গদি উল্টে দিতে পারেন তেজস্বী।

বিহারে ফের সর্ববৃহৎ দল হতে চলেছে তেজস্বীর আরজেডি
টিভি-৯ ভারতবর্ষের সমীক্ষা অনুসারে বিহারে ফের সর্ববৃহৎ দল হতে চলেছে তেজস্বীর আরজেডি। তারা পেতে পারে ৯০ থেকে ৯৫টি আসন। আর তাদের সহযোগী কংগ্রেস পেতে পারে ১৫ থেকে ২০টি আসন। বামেরা পেতে পারে ১০টি আসন। পরোক্ষে, বিজেপি পেতে পারে ৭০ থেকে ৭৫টি আসন। আর নীতীশ কুমারের জেডিইউ পেতে পারে ৩৫ থেকে ৪দটি।

জনপ্রিয়তার নিরিখে এগিয়ে কে, নীতীশ নাকি তেজস্বী
এদিকে মুখ্যমন্ত্রী হিসাবে বিহারের ২৭ শতাংশ মানুষ নীতীশ কুমারকে পছন্দ করেন। এন্যদিকে তেজস্বীর বেড়ে চলা জনপ্রিয়তার নিরিখে দেখা গিয়েছে যে ৪৩ শতাংশ মানুষ তাঁকে সমর্থন করে। এধিকে সুশীল মোদীকে পছন্দ করেন বিহারের ৪ শতাংশ মানুষ। চিরাগ পাসোয়ানকে ১৫ এবং গিরিরাজ সিংকে ১১ শতাংশ মানুষ পছন্দ করেন।
বিহারে নীতীশের গদি বাঁচাতে ভোট ময়দানে নেমেছে 'নীরব' সেনা, আমূল বদলে যাবে নির্বাচনী সমীকরণ