• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভাষণ শুরুর প্রস্তুতি বাইডেনের! বাইডেন প্রেসিডেন্টের অফিস দাবি করতে পারেন না, দাবি ট্রাম্পের

দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে (us presidential election 2020) এগিয়ে থাকা প্রার্থী জো বাইডেন( joe biden)। তবে তিনি কী বলতে চান, তা অবশ্য জানা যায়নি। আর কখনই বা তিনি ভাষণ দেবেন, তাও জানা যায়নি।

বাইডেনের পাশাপাশি ভাষণ দিতে পারেন কমলা হ্যারিসও

বাইডেনের পাশাপাশি ভাষণ দিতে পারেন কমলা হ্যারিসও

একদিকে যেমন শোনা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে পারেন, অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসও ভাষণ দিতে পারেন বলে জানা গিয়েছে।

জয়ের মুখে বাইডেন

জয়ের মুখে বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ কিছু প্রদেশে তিনি এগিয়ে রয়েছেন। তিনি এগিয়ে রয়েছেন, পেনসিলভেনিয়া, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদায়। বাইডেন সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, তাঁরা যেন গণনা কেন্দ্রের কাছে উপস্থিত না হন। তিনি নিজেও শুক্রবার কাটিয়েছেন ডেলাওয়ারের উইলমিংটনে।

৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন বাইডেন

৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন বাইডেন

এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের নিরিখে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৫০.৬ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৭৪, ৬৬২, ১০৬। অন্যদিকে রিপাবলিকান তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছএন ৪৭. ৭৪ শতাংশ ভোট। তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ৭০, ৪৩২, ৬৫৮।

ভোট গণনা কেন্দ্রের কাছে সশস্ত্র ব্যক্তি

ভোট গণনা কেন্দ্রের কাছে সশস্ত্র ব্যক্তি

এদিকে ফিলাডেলফিয়ায় গণনা কেন্দ্রের কাছে দুই সশস্ত্র ব্যক্তির গ্রেফতারে চাঞ্চল্য। জানা গিয়েছে, হ্যান্ডগান নিয়ে ওই দুই ব্যক্তি ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের কাছেই হাজির ছিল। এফবিআই-এর থেকে খবর পাওয়ার পরেই ফিলাডেলফিয়া পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ তল্লাশির সময় দুই ব্যক্তির জ্যাকেটের মধ্যে থেকে হ্যান্ডগান উদ্ধার করে।

গণনায় কারচুপির অভিযোগ

গণনায় কারচুপির অভিযোগ

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রিপাবলিকানদের জয় অলৌকিকভাবে নিঁখোজ হয়ে গিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনের রাতেই তিনি বেশ কিছু রাজ্যে যে এগিয়ে ছিলেন, তা পরবর্তী সময়ে নিখোঁজ হয়ে গিয়েছে। তিনি দাবি করেছেন, আইনই ব্যবস্থা নেওয়ার পরেই সেই এগিয়ে থাকার সময়কার ভোট ফেরত আসবে বলেই তিনি মনে করছেন। অন্যদিকে, আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি পেনসিলভেনিয়ার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, নির্বাচনের দিনের পরে আসা ব্যালটগুলিকে আলাদা করতে।

বাইডেন প্রেসিডেন্টের অফিস দাবি করতে পারেন না

বাইডেন প্রেসিডেন্টের অফিস দাবি করতে পারেন না

এদিকে, হার মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভুল করে বাইডেন যেন প্রেসিডেন্টের অফিস দাবি না করেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গণনা চলার সময়তেই, দুদিন আগে ট্রাম্প নিজে দাবি করেছিলেন, তিনি জিতছেন।

English summary
Democrat candidate Joe Biden has prepared to start his speech to the nation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X