বিহার বিধানসভা 'এক্সিট পোল' এএনডিএ নাকি মহাজোট কে এগিয়ে! টাইমস নাও -সি ভোটারের সমীক্ষা কী বলছে
২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে এবছর তখতের লড়াইয়ে একাধিক রাজনাতিক শক্তি জোট হিসাবে রয়েছে। তবে লক্ষ্য একটাই ১২২ আসনের ম্যাজিক ফিগার। ভোটের তিনটি পর্বের ৭. ৩ কোটি ভোটার এবার ভোট দিয়েছেন। করোনার আবহে সিএএ, এনআরসি পরবর্তী ভারতে এই গোবলয়ের রাজ্যের ভোট একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ। একনজরে দেখে নেওয়া যাক টাইমস নাও এবং সি ভোটারের সমীক্ষা কী বলছে।

কী হবে ভোট অঙ্ক?
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বনাম মহাজোটের লড়াইতে বিধানসভার ফলাফল যা দাঁড়াচ্ছে, তাতে টাইমস নাও এবং সি ভোটারের বুথ ফেরৎ সমীক্ষা বলছে ইউপিএ ১২০ টি আসন পাবে। এনডিএ পাবে ১১৬ টি আসন । ফলে ১২২ টি আসনের ম্যাজিক ফিগার কার্যত অধরা থাকবে বলে জানাচ্ছে টাইমস নাও এবং সি ভোটারের সমীক্ষা।

কার ঘরে কত ভোট?
টাইমস নাও ,সিভোটারের বুথ ফেরৎ সমীক্ষা বলছে, আরজেডি পাবে ৮৭ টি আসন, কংগ্রেস ২৫ টি, বামেরা ১০ টি পাবে মহাজোট থেকে। অন্যদিকে এনডিএর জেডিইউ ৪২ টি আসন। বিজেপি ৭০ টি আসন, হ্যাম ২ টি, ও ভিআিপি দুটি আসন পাবে।

বাকিদের খাতায় কত আসন?
সমীক্ষা বলছে বাকিদের খাতায় ৬টি ও এলজেপি একটি আসন পাবে। প্রসঙ্গত, বিহারে এনডিএর হাত ছেড়ে সেভাবে চিরাগের এলজেপি সুবিধা করতে পারেনি বলে দেখা যাচ্ছে।

ভোট শেয়ার
বিহারে টাইমস নাওয়ের সমীক্ষায় দেখা গিয়েছে পোল অফ পোলসে মহাজোটই সরকার গড়বে বিহারে। সেক্ষেত্রে ৩৭ শতাশ ভোট শেয়ার এনডিএর থাকছে, ইউপিএ থাকবে ৩৬, ৩০ ভোট শেয়ারে। এনডিএর ভোট শেয়ার ৩. ৬ শতাংশ পড়েছে। বিজেপির ভোট ১০ শতাংশ , জেডিইউ ১৫ শতাংশ ধরে রেখেছে।