আইপিএল ২০২০ শেষ করা যাবে কিনা সংশয়ে ছিলেন সৌরভ, বিসিসিআই সভাপতি আর কী জানালেন
শেষ ধাপে আইপিএল ২০২০। রবিবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি-সানরাইজার্স। এই ম্যাচের পর পাখির চোখ মঙ্গলবারের ফাইনাল। লিগের পর্দা নামার আগে এবার এক সর্বভারতীয় চ্যানেলে সাক্ষাৎকার দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারেই আইপিএল ২০২০ কেন এই মূহূর্তের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল জানিয়েছেন মহারাজ।

কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সাক্ষাৎকারে সৌরভ বলেন, 'আইপিএল ২০২০ এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ পার করেছে। করোনা কালে ইংল্যান্ডের মাটিতে বল গড়িয়েছিল। ইংল্যান্ডের মাটিতে জৈব সুরক্ষার পদ্ধতি থেকে শিক্ষা নিয়েই বিসিসিআই সফল আইপিএল আয়োজন করল।'

আইপিএল ২০২০ শেষ করতে পারা যাবে কিনা, সংশয়ে ছিলেন মহারাজ
পরমুহূর্তেই সৌরভ জুড়েছেন, 'কিন্তু তারপরও বলব, আইপিএল ২০২০ আমরা শেষ করতে পারব কিনা, সেই নিয়ে সংশয় ছিল! এর আগে কোনও দিন জৈব সুরক্ষা সম্পর্কে কোনও ধারনাই ছিল না। ৮০ দিন ধরে ক্রিকেটাররা ধৈর্য্য ধরে রেখে, শৃঙ্খলা মেনে নিজেদের ঘরবন্দি রেখেছেন। এমন কঠিন মানসিক লড়াই কোনও দিন লড়তে হয়নি।'

কেন আইপিএল ২০২০ আয়োজন সবচেয়ে কঠিন ছিল, কী বললেন সৌরভ
সৌরভ আরও বলেন, 'ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী ক্রিকেট শুরু হয়েছে। যা মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে করোনা নিয়ে জৈব সুরক্ষায় বেড়াজাল অনেকটা সীমিত। আইপিএলে পরিসর অনেক বেশি। এখানে ক্রিকেটার, কোচ-স্টাফেদের মিলিয়ে তিনশোর বেশি লোককে ৮০ দিন ধরে জৈব সুরক্ষা রাখা সত্যিই চ্যালেঞ্জিং ছিল।'

চেন্নাই সুপার কিংসে করোনা ধাক্কা নিয়েও বললেন মহারাজ
সেই সঙ্গে চেন্নাইয়ের উদাহরণ টানলেন সৌরভ। বিসিসিআই সভাপতি বলেন, 'টুর্নামেন্টের শুরুতেই চেন্নাই সুপার কিংস দলে করোনা থাবা বসায়। সেই নিয়ে বোর্ড কর্তারাও চিন্তায় পড়েছিল। কিন্তু ক্রিকেটাররা দারুণ শৃঙ্খলা দেখিয়ে করোনা রুখে দিয়ে সফলভাবে আইপিএল আয়োজন করতে দারুণভাবে সাহায্য করেছেন। সেই কারণেই ক্রিকেটারদের সবার আগে ধন্যবাদ জানাব।'