• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ উদ্বেগজনক, বাড়ছে সক্রিয়ের সংখ্যাও

কলকাতার সঙ্গে তাল মিলিয়ে উত্তর ২৪ পরগনাতেও বাড়ছে করোনা সংক্রমণ। চিনের পরিসংখ্যানকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে শহর কলকাতা। উত্তর ২৪ পরগনাও সেই পথে এগোচ্ছে। উদ্বেগজনকহারে বাড়ছে সক্রিয়ের সংখ্যাও। এখনও করোনা সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে দুই জেলায়। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮০০ ছাপিয়ে যাচ্ছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ উদ্বেগজনক

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯২৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৫১। উত্তর ২৪ পরগনায় ৮৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের ছাড়িয়ে গিয়েছে সাত হাজার। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৩০৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৬৭২।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৮৭৩৮৭। শুধু এদিনই কলকাতায় ৮৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৩০৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ২০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৭৭৬৭৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৪০৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৪৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮২২১৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৩৬ জন। মৃত্যু হয়েছে মোট ১৬৭২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৭৩৫০৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭০৫৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৩৭ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৭০১০। এদিন আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৭০ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৪২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৬৫০০। হুগলিতে ২৭২ জন বেড়ে আক্রান্ত ১৯৭৪৭ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৬৬২৭, কোচবিহারে ৯২১৪, দার্জিলিংয়ে ১২৪৪৯, কালিম্পংয়ে ১৫১৩, জলপাইগুড়িতে ৯৭৭৫, উত্তর দিনাজপুরে ৫০৫৪, দক্ষিণ দিনাজপুরে ৭১৮৪, মালদহে ১০৩৪৩, মুর্শিদাবাদে ৯৩২২, নদিয়ায় ১৩৫১৮, বীরভূমে ৬৭১৩, পুরুলিয়ায় ৫৪২২, বাঁকুড়ায় ৮৪৬০, ঝাড়গ্রামে ১৯৮৮, পশ্চিম মেদিনীপুরে ১৫৫০১, পূর্ব মেদিনীপুরে ১৫৯১৩, পূর্ব বর্ধমানে ৮৪৩৩, পশ্চিম বর্ধমানে ১১০৪২ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus infection are increased over 800 continuously in Kolkata and North 24 pargana. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X