• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনার মাঝেই সফল আইপিএল, ক্রিকেটারদের কেন বিশেষভাবে ধন্যবাদ জানালেন সৌরভ, জেনে নিন

  • |

বিশ্বজুড়ে করোনা থাবার মাঝে ষুষ্ঠুভাবে আইপিএল ২০২০ আয়োজন করে লেটার মার্কস নিয়ে পাশ সৌরভের বিসিসিআইয়ের। শুরুটা করেছিল ইংল্যান্ড। মর্গ্যানদের দেশেই প্রথম করোনা পরবর্তী ক্রিকেটে জৈব সুরক্ষা বলয়ে বল গড়িয়েছিল। যারপর দীর্ঘ সময়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর আইপিএল ২০২০ আয়োজন করে জৈব সুরক্ষায় কীভাবে ক্রিকেট মাঠে খেলা পরিচালনা করা যায়, দেখিয়ে দিল বিসিসিআই। এই সাফল্যের জন্য সৌরভ অবশ্য ক্রিকেটারদের ধন্যবাদ জানালেন।

করোনার মাঝেই সফল আইপিএল, ক্রিকেটারদের কেন বিশেষভাবে ধন্যবাদ জানালেন সৌরভ, জেনে নিন

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'ষুষ্ঠুভাবে আইপিএল ২০২০ আয়োজন হওয়ার জন্যে আমি ক্রিকেটারদের ধন্যবাদ জানাবো। ৮০ দিন ধরে জৈব সুরক্ষায় মধ্যে নিজেদের বন্দি করে রাখা মুখের কথা নয়। ধৈর্য্য দেখিয়ে ক্রিকেটাররা এই পরীক্ষায় পাশ করেছেন।'

সৌরভ আরও জুড়েছেন, 'প্র্যাকটিসের পর ফিরেও ক্রিকেটারদের লবিতে দেখা যায়নি। প্রত্যাক ক্রিকেটার কঠোরভাবে করোনাবিধি নেমে চলেছেন। সেই কারণেই প্রতিটি ক্রিকেটারকে আমি ধন্যবাদ জানাই। তাঁদের শৃঙ্খলার জন্যে আইপিএল ২০২০ এতটা সফল হল। করোনা পর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আইপিএলের মতো টুর্নামেন্ট প্রয়োজন ছিল। সফলভাবে আয়োজন করতে পেরে গর্বিত।'

ক্রিকেটারদের পাশাপাশি বিসিসিআইয়ের গোটা টিমকেও ধন্যবাদ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, 'বিসিসিআইয়ের সবাই একসঙ্গে আইপিএল টুর্নামেন্টকে সফল করল। পুরো টিমকে ধন্যবাদ জানাই।'

English summary
Ipl 2020: Bcci president Thanks Cricketers for A successful Ipl 13 in Covid pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X