• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপি-জেডিইউকে উড়িয়ে তেজস্বীর জয়! জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা একনজরে

বিহারে বিধানসভা নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে কে বসতে চলেছে কুর্সিতে। শনিবার তৃতীয় দফার ভোটের সঙ্গেই শেষ হয়েছে বিহারের বিধানসভা নির্বাচন পর্ব। তারপর বিহারের কুর্সি নিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায়। নীতীশ কুমার না তেজস্বী যাদব- কে বসবেন কুর্সিতে ফলাফলের আগে আভাস দিন জন কি বাত।

বিজেপি-জেডিইউ কটি আসন পেতে পারে

বিজেপি-জেডিইউ কটি আসন পেতে পারে

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় বিহারে কুর্সি বদলের ইঙ্গিত মিলেছে। নীতীশের নেতৃত্বাধীন এনডিএ-র হাত থেকে ইউপিএ-র তেজস্বী যাদব কেড়ে নিতে পারে বিহারের কুর্সি। সমীক্ষায় আভাস বিহারে বিজেপি-জেডিইউয়ের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ১০৪টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে অনেক আগেই থমকে যাবে তারা।

কংগ্রেস-আরজেডি কটি আসন পেতে পারে

কংগ্রেস-আরজেডি কটি আসন পেতে পারে

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডি-বাম জোট এবার বিহারে চমক দিয়ে ক্ষমতায় আসতে চলেছে। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের জয়জয়কার হতে চলেছে এবার। মহাজোট পেতে পারে ১২৮টি আসন। ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভার ম্যাজিক ফিগার পার করে যেতে পারে তারা। এমনই আভাস জন কি বাতের সমীক্ষায়।

অন্যরা কে পাবে কটি আসন, একনজরে

অন্যরা কে পাবে কটি আসন, একনজরে

জেডিইউ-বিজেপির জোট ছে়ড়ে এবার এককভাবে নির্বাচন লড়েছে এলজেপি। এলজেপির চিরাগ পাসোয়ান ফায়দা লুটতে পারবেন না এবারের ভোট যুদ্ধে এমনই আভাস জন কি বাতের। বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে তারা পেতে পারে সাতটি আসন। আর চারটি আসন যেতে পারে অন্যান্যদের দখলে।

বিহারে ২০১৫-র নির্বাচনের ফল

বিহারে ২০১৫-র নির্বাচনের ফল

বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব এবং রাহুল গান্ধী। বিজেপি পেয়েছিল ৫৩টি আসন। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ আসন পেয়েছিল আরজেডি ৮০টি, জেডিইউ ৭১টি এবং কংগ্রেস ২৭টি। এবার সেই লড়াইয়ে বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট। আর লালু-পুত্র তেজস্বীর আরজেডি, রাহুলের কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে বামেরা। তাঁদেরই পাল্লা ভারী বুথ ফেরত সমীক্ষায়।

English summary
Tejaswi Yadav’s grand alliance can win Bihar Assembly Election 2020 according to Jan ki baat exit poll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X